ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ তীরচর এলাকায় স্টার লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বাসটিতে থাকা ৪৫ জন যাত্রী অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও দুইজন যাত্রী সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে।
দুর্ঘটনায় পড়া বাসটি ফেনী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল। চালক শাহ আলম জানান, বৃষ্টির কারণে রাস্তা ভিজে স্লিপারি হয়ে যাওয়ায় বাসটি নিয়ন্ত্রণ হারায় এবং খাদে পড়ে যায়।
বাসের এক যাত্রী জানান, পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে ঢাকা ফেরার ভিড় ছিল উপচে পড়া। প্রতিটি বাসে ছিল যাত্রীদের ঠাসাঠাসি ভিড়। স্টার লাইন পরিবহনের বাসগুলো কোনো বিরতি না নিয়েই একটানা চলাচল করছিল। এতে চালকদের মধ্যে ক্লান্তি এবং বিভ্রান্তি দেখা দেয়, যা দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে বলে ধারণা করছেন যাত্রীরা।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “বৃষ্টির কারণে রাস্তা স্লিপারি থাকায় বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। রেকারের মাধ্যমে বাসটি উদ্ধার করা হচ্ছে এবং যাত্রীদের মালপত্র বুঝিয়ে দিয়ে বিকল্প বাসে তাদের গন্তব্যে পাঠানো হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”
ঘটনার পর দ্রুত উদ্ধার তৎপরতা ও ব্যবস্থাপনায় পুলিশ ও হাইওয়ে কর্তৃপক্ষের ভূমিকা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হয়েছে বলে জানান স্থানীয়রা।