১০ দিনের ঈদবিরতির পর আবারও পণ্যবাহী ট্রাকে সরব বাংলাবান্ধা, চার দেশের মধ্যে শুরু হলো সীমান্ত বাণিজ্যের নতুন পালা

বাংলাবান্ধায় ছুটি শেষে জেগে উঠল সীমান্ত বাণিজ্য

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:১২:৪০ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • ৭৪ বার পঠিত হয়েছে

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে ঈদুল আজহার ১০ দিনের দীর্ঘ ছুটি শেষে পুনরায় শুরু হয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম। আজ রবিবার ১৫ জুন সকাল থেকে বাংলাদেশ-ভারত-নেপাল-ভুটান চার দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে, যা বন্দরজুড়ে আবারও প্রাণচাঞ্চল্য ফিরিয়ে এনেছে।

বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের আহ্বায়ক রেজাউল করিম শাহীন জানান, কোরবানির ঈদ উপলক্ষে ৫ জুন (বৃহস্পতিবার) থেকে ১৪ জুন (শনিবার) পর্যন্ত স্থলবন্দরের বাণিজ্য কার্যক্রম বন্ধ রাখা হয়। তবে পূর্বেই সংশ্লিষ্ট দেশগুলোর কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্টদের চিঠির মাধ্যমে বিষয়টি জানিয়ে দেওয়া হয়।

বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ বলেন, “ব্যবসায়ীদের অনুরোধে ঈদের ছুটিতে ১০ দিন কার্যক্রম বন্ধ ছিল। আজ থেকে আবারও আমদানি-রপ্তানি স্বাভাবিকভাবে শুরু হয়েছে। এতে চার দেশের মধ্যকার বাণিজ্যে গতি ফিরে আসবে।”

এদিকে, স্থলবন্দরে ইমিগ্রেশন কার্যক্রম চলমান ছিল ঈদের ছুটির পুরো সময়জুড়ে। ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ কবীর জানান, “বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও বৈধ পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত ছিল স্বাভাবিক। যাত্রীরা কোনো সমস্যা ছাড়াই পারাপার করতে পেরেছেন।”

স্থলবন্দর খুলে দেওয়ায় স্থানীয় ব্যবসায়ী, ট্রাক চালক ও কাস্টমস সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, ঈদের পরবর্তী সময়ে এ বন্দর দিয়ে বাণিজ্য আরও বাড়বে এবং অর্থনৈতিক গতিশীলতায় ইতিবাচক প্রভাব ফেলবে।

১০ দিনের ঈদবিরতির পর আবারও পণ্যবাহী ট্রাকে সরব বাংলাবান্ধা, চার দেশের মধ্যে শুরু হলো সীমান্ত বাণিজ্যের নতুন পালা

বাংলাবান্ধায় ছুটি শেষে জেগে উঠল সীমান্ত বাণিজ্য

প্রকাশ: ০১:১২:৪০ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে ঈদুল আজহার ১০ দিনের দীর্ঘ ছুটি শেষে পুনরায় শুরু হয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম। আজ রবিবার ১৫ জুন সকাল থেকে বাংলাদেশ-ভারত-নেপাল-ভুটান চার দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে, যা বন্দরজুড়ে আবারও প্রাণচাঞ্চল্য ফিরিয়ে এনেছে।

বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের আহ্বায়ক রেজাউল করিম শাহীন জানান, কোরবানির ঈদ উপলক্ষে ৫ জুন (বৃহস্পতিবার) থেকে ১৪ জুন (শনিবার) পর্যন্ত স্থলবন্দরের বাণিজ্য কার্যক্রম বন্ধ রাখা হয়। তবে পূর্বেই সংশ্লিষ্ট দেশগুলোর কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্টদের চিঠির মাধ্যমে বিষয়টি জানিয়ে দেওয়া হয়।

বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ বলেন, “ব্যবসায়ীদের অনুরোধে ঈদের ছুটিতে ১০ দিন কার্যক্রম বন্ধ ছিল। আজ থেকে আবারও আমদানি-রপ্তানি স্বাভাবিকভাবে শুরু হয়েছে। এতে চার দেশের মধ্যকার বাণিজ্যে গতি ফিরে আসবে।”

এদিকে, স্থলবন্দরে ইমিগ্রেশন কার্যক্রম চলমান ছিল ঈদের ছুটির পুরো সময়জুড়ে। ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ কবীর জানান, “বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও বৈধ পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত ছিল স্বাভাবিক। যাত্রীরা কোনো সমস্যা ছাড়াই পারাপার করতে পেরেছেন।”

স্থলবন্দর খুলে দেওয়ায় স্থানীয় ব্যবসায়ী, ট্রাক চালক ও কাস্টমস সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, ঈদের পরবর্তী সময়ে এ বন্দর দিয়ে বাণিজ্য আরও বাড়বে এবং অর্থনৈতিক গতিশীলতায় ইতিবাচক প্রভাব ফেলবে।