ইরানের মধ্যাঞ্চলীয় গুরুত্বপূর্ণ শহর ইস্পাহানে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইল। ইস্পাহানের নিরাপত্তা বিষয়ক ডেপুটি গভর্নর আকবর সালেহি হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে এ পর্যন্ত পাওয়া তথ্যে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হামলায় কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো নিরূপণ করা হচ্ছে বলে জানিয়েছেন ডেপুটি গভর্নর সালেহি। ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনী ও তদন্তকারী দল পাঠানো হয়েছে।
এর আগে শনিবার রাতে ইরানি গণমাধ্যমগুলো জানায়, রাজধানী তেহরানের নোবোনিয়াদ এলাকাতেও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়, হামলার পেছনে ইসরাইলের হাত রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় ইরানজুড়ে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক ও প্রশাসনিক ভবনের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
এই ঘটনার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। দীর্ঘদিন ধরেই ইসরাইল ও ইরানের মধ্যে স্নায়ুযুদ্ধ ও ছায়াযুদ্ধ চলছিল, তবে এ ধরনের সরাসরি হামলা পরিস্থিতিকে নতুন দিকে নিয়ে যেতে পারে।