যশোর জেনারেল হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় করোনা ভাইরাসে আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তির নাম শেখ আমির হোসেন পারু (৬৮)।
তিনি জেলার বাঘারপাড়া উপজেলার জহুরপুর গ্রামের মৃত শেখ মকসেদ আলীর ছেলে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার (১৮ জুন) ভোর ছয়টার দিকে হাসপাতালের পাঁচ নম্বর আইসিইউ বেডে তার মৃত্যু হয়।
হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডা. মোঃ রবিউল ইসলাম তুহিন বলেন, “শেখ আমির হোসেন কিডনিজনিত জটিলতা নিয়ে গত ৫ জুন হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি হন। এরপর তার শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ দেখা দিলে ১৬ জুন বিকেল ছয়টার দিকে তাকে মডেল ওয়ার্ড থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়। পরীক্ষায় তার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। অবস্থার অবনতি ঘটায় শেষপর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন।”
ডা. রবিউল আরো জানান, বর্তমানে হাসপাতালের আইসিইউতে আরও তিনজন রোগী চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে করোনা উপসর্গ রয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে নিশ্চিতভাবে বলা যাবে তারা করোনায় আক্রান্ত কি না।
এছাড়া, হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরো একজন রোগী চিকিৎসাধীন রয়েছেন, যিনি ইতোমধ্যে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হোসাইন শাফায়েত বলেন, “করোনা পরিস্থিতি দীর্ঘদিন নিম্নমুখী থাকলেও সম্প্রতি আক্রান্তের সংখ্যা আবার বাড়তে শুরু করেছে। বিশেষ করে যাদের বয়স বেশি এবং পূর্ব থেকে শারীরিক জটিলতা রয়েছে, তারা বেশি ঝুঁকিতে রয়েছেন। মারা যাওয়া ব্যক্তির ক্ষেত্রেও বিষয়টি প্রযোজ্য ছিল।”
তিনি জনসাধারণকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, “স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত করোনা পরীক্ষা ও চিকিৎসা নেওয়া জরুরি।”