চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ধান কাটাকে কেন্দ্র করে নারীদের মারধরের ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইচ উদ্দিন ও সাবেক উপপরিদর্শক (এসআই) আজিম আলীকে প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার ১৭ জুন দুপুরে ওসি রইচ উদ্দিনকে রাজশাহী রিজার্ভ ফোর্সে যোগদানের নির্দেশ দেওয়া হয়। এর আগে একই ঘটনায় গত মাসে এসআই আজিম আলীকে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইনে ক্লোজ করা হয়।
স্থানীয় সূত্র ও প্রশাসনের কাছ থেকে জানা গেছে, গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের শিবনগর এলাকার জগদিসপুর মৌজায় প্রায় ১৮০ বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ওই জমিতে রফিকুল ইসলাম ও বেগপুর গ্রামের আজগর আলীসহ কয়েকজনের মধ্যে মালিকানা সংক্রান্ত বিরোধ রয়েছে।
১ মে সকালে বিরোধপূর্ণ ওই জমিতে যন্ত্রচালিতভাবে ধান কাটছিলেন কিছু ব্যক্তি। এসময় আশপাশের নারী বাসিন্দারা আধুনিক যন্ত্রের মাধ্যমে ধান কাটার প্রক্রিয়া দেখতে জমিতে আসেন। তখন ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে ধান কাটার কাজ বন্ধ করতে গিয়ে নারী দর্শনার্থীদের ওপর লাঠিচার্জ করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওসি রইচ উদ্দীনের উপস্থিতিতে এবং তার নির্দেশেই এসআই আজিম আলী লাঠিচার্জে নেতৃত্ব দেন। এমনকি পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ গুলিও চালায়।
এ ঘটনায় অন্তত ১১ জন নারী গুরুতর আহত হন এবং তাদের হাসপাতালে চিকিৎসা নিতে হয়। ঘটনার পর নারীদের ওপর চালানো এই অমানবিক নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বলেন, “ঘটনার পর ভিডিও দেখে এবং আইনশৃঙ্খলার সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় গোমস্তাপুর থানার ওসি রইচ উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে।”
এই ঘটনায় তদন্ত কার্যক্রম চলছে বলে পুলিশ সূত্র জানিয়েছে। স্থানীয়দের মতে, পুলিশি নির্যাতনের এমন ঘটনা প্রশাসনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। তবে তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।