বাংলাদেশ বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষার সক্ষমতা আরও শক্তিশালী করতে বগুড়ায় নব স্থাপিত জিএম ৪০৩এম আকাশ প্রতিরক্ষা র্যাডার-এর উদ্বোধন করা হয়েছে।
বুধবার ১৮ জুন অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান।
‘বাংলার আকাশ রাখিব মুক্ত’ – এই আদর্শে অটল থেকে বাংলাদেশ বিমান বাহিনী আধুনিক প্রযুক্তি ও অবকাঠামোতে প্রতিনিয়ত অগ্রগতি সাধন করছে। এরই ধারাবাহিকতায় অত্যাধুনিক জিএম ৪০৩এম র্যাডার যুক্ত হওয়ায় বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় নতুন মাত্রা যুক্ত হলো।
নতুন অন্তর্ভুক্ত এই র্যাডার শুধু আকাশ প্রতিরক্ষায় নয়, বিমান বাহিনীর সার্বিক প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতেও উল্লেখযোগ্য অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। এতে রাডার নজরদারি ও নির্ভুল তথ্য আহরণে উচ্চ ক্ষমতা সম্পন্ন সুবিধা যুক্ত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিমান বাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, প্রযুক্তিবিদগণ এবং অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ বিমান বাহিনীর এ উদ্যোগ দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।