সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৯ জুন) ভোরে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া। তবে কী অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।
ড. শামসুল আলম ২০২১ সালের জুলাই মাসে টেকনোক্র্যাট কোটায় পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য (সিনিয়র সচিব) হিসেবে দায়িত্ব পালন করেন। দেশের অর্থনীতিতে বিশেষ অবদানের জন্য তাকে একুশে পদকে ভূষিত করা হয়েছিল।
ড. শামসুল আলমের গ্রেফতারের খবরে রাজনৈতিক অঙ্গনে ও প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে ডিবির পক্ষ থেকে পরে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।