করোনার দ্বিতীয় ধাপে যশোরে নতুন করে প্রাণহানি, সতর্ক থাকার আহ্বান স্বাস্থ্য বিভাগের

যশোরে করোনায় আরো একজনের মৃত্যু, দ্বিতীয় ধাপে মোট প্রাণহানি ২

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:২০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • ৬৪ বার পঠিত হয়েছে

যশোরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৮ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ব্যক্তির নাম ইউসুফ আলী (৪৫)। তিনি মণিরামপুর উপজেলার মাহমুদকাটি গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. বজলুর রশিদ টুলু ইউসুফ আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে করোনার দ্বিতীয় ধাপে যশোরে দুইজনের মৃত্যু হলো। এছাড়াও বর্তমানে তিনজন সন্দেহভাজন করোনা রোগী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ইউসুফ আলী শ্বাসকষ্ট ও কিডনির সমস্যায় আক্রান্ত হয়ে গত ১৩ জুন যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন। প্রথমে তাকে মেডিকেল ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হলে ১৪ জুন তাকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে তার শরীরে অক্সিজেনের মাত্রা কমে যেতে থাকে।

এরপর চিকিৎসকরা করোনা পরীক্ষার পরামর্শ দেন। বুধবার দুপুরে শহরের ইবনে সিনা হাসপাতালে তার নমুনা পরীক্ষা করা হয়। রাতে ক্লিনিক থেকে পাঠানো রিপোর্টে তার করোনা পজিটিভ শনাক্ত হয়। তবে রিপোর্ট আসার আগেই ইউসুফ আলী মারা যান, ফলে করোনার নির্ধারিত চিকিৎসা শুরু করা সম্ভব হয়নি।

যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়েত জানান, হাসপাতালের আইসিইউর দায়িত্বে থাকা চিকিৎসক তাকে এ মৃত্যুর বিষয়ে অবহিত করেছেন।

এর আগে বুধবার ভোরে একই হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে শেখ আমির হোসেন পারু (৬৮) নামে আরেকজন রোগীর মৃত্যু হয়।

স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্টরা জানিয়েছেন, করোনার দ্বিতীয় ঢেউ আবারও সক্রিয় হয়ে উঠতে পারে। তাই সবাইকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

করোনার দ্বিতীয় ধাপে যশোরে নতুন করে প্রাণহানি, সতর্ক থাকার আহ্বান স্বাস্থ্য বিভাগের

যশোরে করোনায় আরো একজনের মৃত্যু, দ্বিতীয় ধাপে মোট প্রাণহানি ২

প্রকাশ: ০৪:২০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

যশোরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৮ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ব্যক্তির নাম ইউসুফ আলী (৪৫)। তিনি মণিরামপুর উপজেলার মাহমুদকাটি গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. বজলুর রশিদ টুলু ইউসুফ আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে করোনার দ্বিতীয় ধাপে যশোরে দুইজনের মৃত্যু হলো। এছাড়াও বর্তমানে তিনজন সন্দেহভাজন করোনা রোগী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ইউসুফ আলী শ্বাসকষ্ট ও কিডনির সমস্যায় আক্রান্ত হয়ে গত ১৩ জুন যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন। প্রথমে তাকে মেডিকেল ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হলে ১৪ জুন তাকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে তার শরীরে অক্সিজেনের মাত্রা কমে যেতে থাকে।

এরপর চিকিৎসকরা করোনা পরীক্ষার পরামর্শ দেন। বুধবার দুপুরে শহরের ইবনে সিনা হাসপাতালে তার নমুনা পরীক্ষা করা হয়। রাতে ক্লিনিক থেকে পাঠানো রিপোর্টে তার করোনা পজিটিভ শনাক্ত হয়। তবে রিপোর্ট আসার আগেই ইউসুফ আলী মারা যান, ফলে করোনার নির্ধারিত চিকিৎসা শুরু করা সম্ভব হয়নি।

যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়েত জানান, হাসপাতালের আইসিইউর দায়িত্বে থাকা চিকিৎসক তাকে এ মৃত্যুর বিষয়ে অবহিত করেছেন।

এর আগে বুধবার ভোরে একই হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে শেখ আমির হোসেন পারু (৬৮) নামে আরেকজন রোগীর মৃত্যু হয়।

স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্টরা জানিয়েছেন, করোনার দ্বিতীয় ঢেউ আবারও সক্রিয় হয়ে উঠতে পারে। তাই সবাইকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।