বাংলাদেশের মাত্র ২৭.২৪% নাগরিক মনে করেন, তারা দেশের রাজনৈতিক ব্যবস্থায় সরকারের কর্মকাণ্ড সম্পর্কে স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারেন।
বৃহস্পতিবার (১৯ জুন) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত ‘সিটিজেন পারসেপশন সার্ভে (সিপিএস)’-তে এ তথ্য উঠে এসেছে। জরিপটি ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে দেশের ৬৪ জেলার ১ হাজার ৯২০টি প্রাইমারি স্যাম্পলিং ইউনিটে (পিএসইউ) পরিচালিত হয়। এতে ৮ লাখ ৩১ হাজার ৮০৭ জন ১৮ বছর ও তদূর্ধ্ব বয়সী নাগরিক অংশ নেন।
জরিপে দেখা যায়, শহর (২৭.৮৭%) ও গ্রামে (২৬.৯৪%) মতামত প্রকাশের ক্ষেত্রে পার্থক্য তুলনামূলক কম হলেও, লিঙ্গভিত্তিক পার্থক্য রয়েছে। পুরুষদের মধ্যে ৩১.৮৬% এবং নারীদের মধ্যে মাত্র ২৩.০২% মনে করেন, তারা সরকারের কর্মকাণ্ড নিয়ে মত প্রকাশ করতে পারেন।
এছাড়া, দেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করতে পারেন বলে মনে করেন ২১.৯৯% নাগরিক। এদের মধ্যে পুরুষ ২৬.৫৫% এবং নারী ১৭.৮১%।
জরিপে ঘুষ ও দুর্নীতি সংক্রান্ত তথ্যও উঠে এসেছে। গত এক বছরে সরকারি সেবা গ্রহণকারী নাগরিকদের মধ্যে ৩১.৬৭% ঘুষ বা দুর্নীতির শিকার হয়েছেন। সবচেয়ে বেশি দুর্নীতির শিকার হতে হয়েছে বিআরটিএ (৬৩.২৯%), এরপর রয়েছে পুলিশ বাহিনী (৬১.৯৪%), পাসপোর্ট অফিস (৫৭.৪৫%) এবং ভূমি রেজিস্ট্রি অফিস (৫৪.৯২%)।
অন্যদিকে, আশার আলো হিসেবে দেখা দিয়েছে নাগরিকদের নিরাপত্তা নিয়ে অনুভূতি। ৮৪.৮১% নাগরিক জানিয়েছেন, সন্ধ্যার পর নিজ এলাকায় একা চলাফেরা করতে তারা নিরাপদ বোধ করেন।
জাতিসংঘের এসডিজি-১৬ অনুযায়ী সুশাসন, নিরাপত্তা, বিচার ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ জরিপের মাধ্যমে ছয়টি সূচকের অগ্রগতি মূল্যায়ন করা হয়েছে।