বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন চার্জ ডি’অ্যাফেয়ার্স (সিডিএ) সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রবিবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, সকাল ১০টার দিকে আমেরিকার চার্জ ডি’অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আসেন। সেখানে তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
তবে সাক্ষাতে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো পক্ষের তরফ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।