সামাজিক মাধ্যমে জানালেন সুখবর, মেয়ের নাম রেখেছেন মরিয়ম শোরবজোয়া শানু আজাদ

মা হলেন অভিনেত্রী জিনাত শানু স্বাগতা, কন্যা সন্তানের জন্ম দিলেন থাইল্যান্ডে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:৩৪:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
  • ৯৫ বার পঠিত হয়েছে

জিনাত শানু স্বাগতা

জনপ্রিয় অভিনেত্রী ও উপস্থাপক জিনাত শানু স্বাগতা মা হয়েছেন। থাইল্যান্ডের একটি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি।

শনিবার (২১ জুন) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে সন্তানকে বুকে জড়িয়ে ধরা একটি ছবি পোস্ট করে এ খুশির খবর জানান স্বাগতা।

ছবির ক্যাপশনে তিনি লেখেন, “এই পৃথিবীতে স্বাগতম মরিয়ম শোরবজোয়া শানু আজাদ।” যদিও কন্যা সন্তানের মুখ প্রকাশ করেননি এই অভিনেত্রী।

জানা গেছে, সন্তান প্রসবের জন্য দুই মাস আগে থাইল্যান্ডে গিয়েছিলেন স্বাগতা। দেশের চিকিৎসকরা তাকে সিজারিয়ানের পরামর্শ দিলেও তিনি নরমাল ডেলিভারির ইচ্ছা থেকে থাইল্যান্ডে চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নেন।

২০২৪ সালের ২৪ জানুয়ারি দীর্ঘদিনের প্রেমিক লন্ডনপ্রবাসী হাসান আজাদকে বিয়ে করেন স্বাগতা। দাম্পত্য জীবনের এক বছরের মধ্যেই মাতৃত্বের সুখবর দিয়ে ভক্তদের আনন্দে ভাসালেন তিনি।

স্বাগতার এই খুশির খবরে সোশ্যাল মিডিয়ায় সহকর্মী, বন্ধু ও ভক্তদের শুভেচ্ছার জোয়ার বইছে। মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন বলে জানা গেছে।

সামাজিক মাধ্যমে জানালেন সুখবর, মেয়ের নাম রেখেছেন মরিয়ম শোরবজোয়া শানু আজাদ

মা হলেন অভিনেত্রী জিনাত শানু স্বাগতা, কন্যা সন্তানের জন্ম দিলেন থাইল্যান্ডে

প্রকাশ: ১১:৩৪:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫

জনপ্রিয় অভিনেত্রী ও উপস্থাপক জিনাত শানু স্বাগতা মা হয়েছেন। থাইল্যান্ডের একটি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি।

শনিবার (২১ জুন) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে সন্তানকে বুকে জড়িয়ে ধরা একটি ছবি পোস্ট করে এ খুশির খবর জানান স্বাগতা।

ছবির ক্যাপশনে তিনি লেখেন, “এই পৃথিবীতে স্বাগতম মরিয়ম শোরবজোয়া শানু আজাদ।” যদিও কন্যা সন্তানের মুখ প্রকাশ করেননি এই অভিনেত্রী।

জানা গেছে, সন্তান প্রসবের জন্য দুই মাস আগে থাইল্যান্ডে গিয়েছিলেন স্বাগতা। দেশের চিকিৎসকরা তাকে সিজারিয়ানের পরামর্শ দিলেও তিনি নরমাল ডেলিভারির ইচ্ছা থেকে থাইল্যান্ডে চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নেন।

২০২৪ সালের ২৪ জানুয়ারি দীর্ঘদিনের প্রেমিক লন্ডনপ্রবাসী হাসান আজাদকে বিয়ে করেন স্বাগতা। দাম্পত্য জীবনের এক বছরের মধ্যেই মাতৃত্বের সুখবর দিয়ে ভক্তদের আনন্দে ভাসালেন তিনি।

স্বাগতার এই খুশির খবরে সোশ্যাল মিডিয়ায় সহকর্মী, বন্ধু ও ভক্তদের শুভেচ্ছার জোয়ার বইছে। মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন বলে জানা গেছে।