নিজের মা ও বাবার বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে ঢাকার আদালতে মামলা করেছেন এক ইংলিশ মিডিয়ামে পড়ুয়া ১৯ বছর বয়সী তরুণী। তার নাম মেহরীন আহমেদ।
রবিবার (২২ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এমএ আজহারুল ইসলামের আদালতে এই মামলা করেন তিনি। মামলার পাশাপাশি নিজের সুরক্ষা নিশ্চিত করার আবেদনও করেন মেহরীন।
বাদীর জবানবন্দি রেকর্ড করে আদালত তার মা জান্নাতুল ফেরদৌস ও বাবা নাসির আহমেদকে আদালতে হাজির হতে সমন জারি করেন। জানা গেছে, মেহরীনের বাবা নাসির আহমেদ বাংলাদেশ এটোমিক এনার্জি কমিশনের পরিচালক এবং মা জান্নাতুল ফেরদৌস বেক্সিমকো গ্রুপে ম্যানেজার পদে কর্মরত।
বাদীপক্ষের আইনজীবী ইসফাকুর রহমান গালিব জানান, “পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন, ২০১০ অনুযায়ী মামলাটি দায়ের করা হয়েছে। আদালত প্রয়োজনীয় শুনানি শেষে সমন জারি করেছেন।”
মামলার অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৫ মে সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর মোহাম্মদপুরে পারিবারিক বাসায় মেহরীন আহমেদকে তার মা-বাবা শারীরিকভাবে আঘাত করেন এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। এতে তিনি নিলাফুলা জখম হন।
অভিযোগে আরো বলা হয়, মেহরীন একজন প্রাপ্তবয়স্ক হয়েও ব্যক্তিগত স্বাধীনতা থেকে বঞ্চিত হচ্ছেন। মা-বাবা তার প্রতি অবমাননাকর আচরণ করছেন, পরিবারের ব্যবহার্য জিনিসপত্র ব্যবহারে বাধা দিচ্ছেন এবং মৌখিক ও শারীরিকভাবে নির্যাতন করছেন।
মেহরীন বলেন, “আমার মা ও বাবা আমাকে দীর্ঘদিন ধরে নির্যাতন করে আসছেন। আমি সুন্দর একটা জীবন চাই। ন্যায্য বিচার পাওয়ার আশায় আদালতে এসেছি।”
এ বিষয়ে মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করবে আদালত। ঘটনাটি নিয়ে সমাজে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।