দীর্ঘ ৪০ দিন পর অবশেষে খুলে দেওয়া হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নগরভবনের মূল ফটক। সোমবার সকাল থেকে কিছু নারী কর্মকর্তা ও কর্মচারীও কাজে যোগ দিয়েছেন।
তবে এখনো তালাবদ্ধ রয়েছে প্রশাসক ও প্রকৌশল বিভাগের কার্যালয়, যার ফলে পুরোপুরি কর্মচাঞ্চল্য এখনো ফিরে আসেনি।
নগর ভবনের এক নারী সহকারী কর্মকর্তা জানান, “আমরা স্বাস্থ্য বিভাগে কাজ করি। রোববার বিকেলে ফটক খুলে দেওয়ার খবর পাওয়ার পর সকালে এসে অফিসে ঢুকতে পেরেছি। তবে এখনো অনেক বিভাগ তালাবদ্ধ, কাজ চলছে সীমিত পরিসরে।”
জানা যায়, রবিবার বিকেলেই স্বাস্থ্যসেবা ও কিছু গুরুত্বপূর্ণ দপ্তরের তালা খুলে দেওয়া হয়। এর ফলে সোমবার সকাল থেকেই স্বাস্থ্য, তথ্যসেবা ও জনসংযোগ বিভাগে কিছু নারী কর্মীসহ কর্মকর্তা-কর্মচারীরা কাজ শুরু করেন।
তবে এখনো তালাবদ্ধ রয়েছে প্রকৌশল এবং প্রশাসনিক কার্যালয়। কর্মকর্তারা বলছেন, এসব গুরুত্বপূর্ণ বিভাগ না খুললে সিটি কর্পোরেশনের দৈনন্দিন কাজ পুরোপুরি সচল হবেনা।
এদিকে, সোমবারও নগরভবনের সামনের সিঁড়িতে দেখা গেছে বিএনপি নেতা ইশরাক হোসেনের কয়েকজন নারী ও পুরুষ সমর্থককে। তারা জানান, “আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অবস্থান চলবে।”
দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে নগরভবনের ফটক খুলে দিলেও নারীদেরকে অংশগ্রহণ ও সক্রিয় ভূমিকার মধ্যেও এখনো পুরোমাত্রায় কাজ শুরু হয়নি। নগরবাসীর সেবা নিশ্চিতে দ্রুততম পুরোপুরি ভবনের কার্যক্রম চালু হওয়া জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।