জনস্বার্থে বদলি ও পদায়ন, আদেশ কার্যকর অবিলম্বে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের ওসি ও পরিদর্শক পর্যায়ে বড় রদবদল

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:৪৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • ৭৭ বার পঠিত হয়েছে

পুলিশ সুপারের কার্যালয়

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পরিদর্শক পর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। রবিবার ২২ জুন রাতে জেলা পুলিশ সুপার (এসপি) এহতেশামুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলির সিদ্ধান্ত জানানো হয়।

এতে বলা হয়, জনস্বার্থে এই বদলি ও পদায়ন করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।

নতুন আদেশে আশুগঞ্জ থানার ওসি মোহা. বিল্লাল হোসেনকে সদর কোর্টে, সরাইল থানার ওসি মোঃ রফিকুল ইসলামকে অন্যত্র এবং নবীনগর থানার ওসি মোঃ আব্দুর রাজ্জাককে ডিএসবিতে বদলি করা হয়েছে।

অন্যদিকে নাসিরনগর থানার ওসি মোঃ খায়রুল আলমকে আশুগঞ্জ থানায়, জেলা পুলিশ লাইন্সে থাকা মুহাম্মদ আজাহারুল ইসলামকে নাসিরনগর থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। বাঞ্ছারামপুর থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী সরাইল থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব পাচ্ছেন।

নবীনগর থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহীনূর ইসলাম। আর নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাসান জামিল খানকে পদায়ন করা হয়েছে বাঞ্ছারামপুর থানার নতুন ওসি হিসেবে।

বদলির বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ওবায়দুর রহমান বলেন, “জনস্বার্থে এই রদবদল করা হয়েছে। অফিস আদেশ ইতোমধ্যে জারি হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।”

এই রদবদলের মাধ্যমে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা করছে প্রশাসন।

জনস্বার্থে বদলি ও পদায়ন, আদেশ কার্যকর অবিলম্বে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের ওসি ও পরিদর্শক পর্যায়ে বড় রদবদল

প্রকাশ: ০৩:৪৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পরিদর্শক পর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। রবিবার ২২ জুন রাতে জেলা পুলিশ সুপার (এসপি) এহতেশামুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলির সিদ্ধান্ত জানানো হয়।

এতে বলা হয়, জনস্বার্থে এই বদলি ও পদায়ন করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।

নতুন আদেশে আশুগঞ্জ থানার ওসি মোহা. বিল্লাল হোসেনকে সদর কোর্টে, সরাইল থানার ওসি মোঃ রফিকুল ইসলামকে অন্যত্র এবং নবীনগর থানার ওসি মোঃ আব্দুর রাজ্জাককে ডিএসবিতে বদলি করা হয়েছে।

অন্যদিকে নাসিরনগর থানার ওসি মোঃ খায়রুল আলমকে আশুগঞ্জ থানায়, জেলা পুলিশ লাইন্সে থাকা মুহাম্মদ আজাহারুল ইসলামকে নাসিরনগর থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। বাঞ্ছারামপুর থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী সরাইল থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব পাচ্ছেন।

নবীনগর থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহীনূর ইসলাম। আর নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাসান জামিল খানকে পদায়ন করা হয়েছে বাঞ্ছারামপুর থানার নতুন ওসি হিসেবে।

বদলির বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ওবায়দুর রহমান বলেন, “জনস্বার্থে এই রদবদল করা হয়েছে। অফিস আদেশ ইতোমধ্যে জারি হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।”

এই রদবদলের মাধ্যমে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা করছে প্রশাসন।