“ভালো গল্প ও চ্যালেঞ্জিং চরিত্রের সরকারী অনুদানের সিনেমায় কাজ করার স্বপ্ন দেখেন শিউলী শিলা”

শিউলী শিলার স্বপ্ন: ভালো গল্পের সরকারী অনুদানের সিনেমায় অভিনয়ের সুযোগ চান

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:২৫:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • ১০৭ বার পঠিত হয়েছে

শিউলী শিলা

প্রয়াত বরেণ্য চলচ্চিত্র পরিচালক বেলাল আহমেদের নির্দেশনায় নির্মিত সরকারী অনুদানের চলচ্চিত্র ‘অনিশ্চিত যাত্রা’-তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বড়পর্দায় নিজের প্রতিভার জানান দিয়েছিলেন অভিনেত্রী শিউলী শিলা।

যদিও এরপর আরো কিছু সিনেমায় অভিনয়ের সুযোগ মিললেও, সরকারী অনুদানের সিনেমায় তার যাত্রা সেখানেই থেমে গেছে। কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন, সিনেমার চেয়ে নাটকে তার ব্যস্ততা ছিল বেশি।

নাটকের পাশাপাশি মিউজিক ভিডিওতেও শিউলী শিলা মডেল হিসেবে কাজ করে দর্শকদের মাঝে ভালো সাড়া পেয়েছেন। একজন শিল্পী হিসেবে তার অভিনয় দক্ষতা নাটক ও সিনেমা দুই মাধ্যমেই প্রশংসিত হয়েছে। তবে ভালো গল্পের সিনেমায় কাজ করার সুযোগ তিনি খুব কমই পেয়েছেন বলে জানান।

বাংলাদেশের জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে তিনি অভিনয় করেছিলেন প্রয়াত এমবি মানিক পরিচালিত ‘প্রেম কয়েদী’ সিনেমায়। শিলার মতে, এমবি মানিক ও বেলাল আহমেদ বেঁচে থাকলে হয়তো তিনি আরো বেশি সিনেমায় কাজ করার সুযোগ পেতেন।

গত ২০ জুন ছিলো শিউলী শিলার জন্মদিন। দিনটি তিনি উদযাপন করেছেন স্বামী জুয়েল, ভাই-ভাবী ও সহশিল্পী মুক্তি’র সঙ্গে ঘনিষ্ঠ পরিবেশে। একইসঙ্গে তিনি বর্তমানে অভিনয় শিল্পী সংঘের কার্যনির্বাহী সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি অতি সাধারণ একজন শিল্পী। কিন্তু তারপরও অভিনয় শিল্পী সংঘের নির্বাচনে শিল্পীদের যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি, তাতে আমি সত্যিই মুগ্ধ। এটি আমার জীবনের অন্যতম বড় অর্জন।’

চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে শিউলী শিলা বলেন, ‘এই মুহূর্তে আমার সবচেয়ে বড় ইচ্ছে একটি ভালো গল্পের সরকারী অনুদানের সিনেমায় কাজ করার। আমি দেখেছি, এই ধরনের সিনেমাগুলোর গল্প হয় জীবন ঘনিষ্ঠ। দর্শকদের আলাদা আগ্রহ থাকে এসব সিনেমার প্রতি। অনেক শিল্পী জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পান এসব সিনেমার মাধ্যমে। আমি হয়তো বড় অভিনেত্রী নই, কিন্তু স্বপ্ন দেখা তো অপরাধ নয়। তাই আমি স্বপ্ন দেখি একটি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ের।’

পরিচালকদের উদ্দেশে শিউলী শিলা আন্তরিক আহবান জানিয়ে বলেন, ‘যদি কেউ আমার এই স্বপ্ন পূরণে সহযোগিতা করেন, আমি চিরকৃতজ্ঞ থাকবো।’

একজন পরিশ্রমী ও দায়িত্বশীল শিল্পী হিসেবে শিউলী শিলা তার প্রতিভা ও নিষ্ঠা দিয়ে দর্শকদের ভালোবাসা অর্জন করেছেন। এবার অপেক্ষা, তার সেই স্বপ্নপূরণের নতুন এক যাত্রার।

“ভালো গল্প ও চ্যালেঞ্জিং চরিত্রের সরকারী অনুদানের সিনেমায় কাজ করার স্বপ্ন দেখেন শিউলী শিলা”

শিউলী শিলার স্বপ্ন: ভালো গল্পের সরকারী অনুদানের সিনেমায় অভিনয়ের সুযোগ চান

প্রকাশ: ০৫:২৫:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫

প্রয়াত বরেণ্য চলচ্চিত্র পরিচালক বেলাল আহমেদের নির্দেশনায় নির্মিত সরকারী অনুদানের চলচ্চিত্র ‘অনিশ্চিত যাত্রা’-তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বড়পর্দায় নিজের প্রতিভার জানান দিয়েছিলেন অভিনেত্রী শিউলী শিলা।

যদিও এরপর আরো কিছু সিনেমায় অভিনয়ের সুযোগ মিললেও, সরকারী অনুদানের সিনেমায় তার যাত্রা সেখানেই থেমে গেছে। কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন, সিনেমার চেয়ে নাটকে তার ব্যস্ততা ছিল বেশি।

নাটকের পাশাপাশি মিউজিক ভিডিওতেও শিউলী শিলা মডেল হিসেবে কাজ করে দর্শকদের মাঝে ভালো সাড়া পেয়েছেন। একজন শিল্পী হিসেবে তার অভিনয় দক্ষতা নাটক ও সিনেমা দুই মাধ্যমেই প্রশংসিত হয়েছে। তবে ভালো গল্পের সিনেমায় কাজ করার সুযোগ তিনি খুব কমই পেয়েছেন বলে জানান।

বাংলাদেশের জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে তিনি অভিনয় করেছিলেন প্রয়াত এমবি মানিক পরিচালিত ‘প্রেম কয়েদী’ সিনেমায়। শিলার মতে, এমবি মানিক ও বেলাল আহমেদ বেঁচে থাকলে হয়তো তিনি আরো বেশি সিনেমায় কাজ করার সুযোগ পেতেন।

গত ২০ জুন ছিলো শিউলী শিলার জন্মদিন। দিনটি তিনি উদযাপন করেছেন স্বামী জুয়েল, ভাই-ভাবী ও সহশিল্পী মুক্তি’র সঙ্গে ঘনিষ্ঠ পরিবেশে। একইসঙ্গে তিনি বর্তমানে অভিনয় শিল্পী সংঘের কার্যনির্বাহী সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি অতি সাধারণ একজন শিল্পী। কিন্তু তারপরও অভিনয় শিল্পী সংঘের নির্বাচনে শিল্পীদের যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি, তাতে আমি সত্যিই মুগ্ধ। এটি আমার জীবনের অন্যতম বড় অর্জন।’

চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে শিউলী শিলা বলেন, ‘এই মুহূর্তে আমার সবচেয়ে বড় ইচ্ছে একটি ভালো গল্পের সরকারী অনুদানের সিনেমায় কাজ করার। আমি দেখেছি, এই ধরনের সিনেমাগুলোর গল্প হয় জীবন ঘনিষ্ঠ। দর্শকদের আলাদা আগ্রহ থাকে এসব সিনেমার প্রতি। অনেক শিল্পী জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পান এসব সিনেমার মাধ্যমে। আমি হয়তো বড় অভিনেত্রী নই, কিন্তু স্বপ্ন দেখা তো অপরাধ নয়। তাই আমি স্বপ্ন দেখি একটি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ের।’

পরিচালকদের উদ্দেশে শিউলী শিলা আন্তরিক আহবান জানিয়ে বলেন, ‘যদি কেউ আমার এই স্বপ্ন পূরণে সহযোগিতা করেন, আমি চিরকৃতজ্ঞ থাকবো।’

একজন পরিশ্রমী ও দায়িত্বশীল শিল্পী হিসেবে শিউলী শিলা তার প্রতিভা ও নিষ্ঠা দিয়ে দর্শকদের ভালোবাসা অর্জন করেছেন। এবার অপেক্ষা, তার সেই স্বপ্নপূরণের নতুন এক যাত্রার।