পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের ঐতিহ্যবাহী রীতি হিজরি নববর্ষের শুরুতেই সম্পন্ন করা হবে। বুধবার (২৫ জুন ২০২৫ ও ১ মহররম ১৪৪৭ হিজরি) রাতে এশার নামাজের পর গিলাফ পরিবর্তন করা হবে।
সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ কর্তৃক উপহার হিসেবে গিলাফ ইতোমধ্যেই কাবা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
নতুন গিলাফ নিয়ে বিশেষ আয়োজন
গিলাফ, যা ‘কিসওয়া’ নামে পরিচিত, অত্যন্ত সুশৃঙ্খল প্রক্রিয়ায় কাবা শরিফের পুরনো গিলাফের স্থানে স্থানান্তরিত করা হবে। রেশমি কাপড়ে তৈরি এই গিলাফ অত্যন্ত নিখুঁত কারুকাজ ও পবিত্রতায় পরিপূর্ণ। এটি তৈরিতে ৬৫৮ বর্গমিটার কাপড়, ৬৭০ কেজি কালো রেশম, ২১ ক্যারেটের ১২০ কেজি স্বর্ণ এবং ১০০ কেজি রুপার সুতা ব্যবহার করা হয়।
গিলাফ পরিবর্তনের প্রক্রিয়ায় অংশ নেন বহু অভিজ্ঞ কারিগর ও প্রযুক্তিবিদ। বিশেষভাবে তৈরি ১৬ মিটার দৈর্ঘ্যের সেলাই মেশিন এবং হাতে কারুকাজের মাধ্যমে কাপড়ের অংশগুলো একত্রিত করা হয়।
ঐতিহাসিক পরিবর্তন
ইসলামের প্রথম যুগ থেকে জিলহজ মাসের ৯ তারিখ, আরাফাত দিবসে, কাবার গিলাফ পরিবর্তনের রীতি চালু ছিল। তবে ২০২২ সাল থেকে সৌদি সরকার সময়সূচি পরিবর্তন করে হিজরি নববর্ষে গিলাফ পরিবর্তন শুরু করে।
বিশ্বের ব্যয়বহুল কাপড়
কাবার গিলাফ তৈরিতে প্রায় ২৫ মিলিয়ন সৌদি রিয়াল ব্যয় হয়। এটি বিশ্বের অন্যতম ব্যয়বহুল কাপড় হিসেবে বিবেচিত। পুরো প্রক্রিয়াটি শেষ করতে ছয় থেকে আট মাস সময় লাগে।
সরাসরি সম্প্রচার
গিলাফ পরিবর্তনের পবিত্র মুহূর্তটি ‘মক্কা লাইভ চ্যানেল’-এর মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে, যা বিশ্বের কোটি কোটি মুসলমানের হৃদয়ে ভক্তি ও আবেগ জাগ্রত করে।
এই ঐতিহ্যবাহী রীতি শুধুমাত্র পবিত্র কাবার সৌন্দর্য বৃদ্ধি করে না, এটি মুসলিম উম্মাহর ঐক্যের প্রতীক হিসেবেও গুরুত্বপূর্ণ।