রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার ২৫ জুন দুপুরে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি একটি গাছ রোপণের মাধ্যমে কার্যক্রমের সূচনা করেন।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা জাতীয় পরিবেশ পদক এবং বৃক্ষরোপণ ও বন্যপ্রাণী সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য জাতীয় পুরস্কার বিতরণ করেন। এসময় সামাজিক বনায়নে অংশগ্রহণকারী উপকারভোগীদের মাঝে লভ্যাংশের চেক বিতরণ করেন তিনি।
পরিবেশ মেলা চলবে ২৫ থেকে ২৭ জুন পর্যন্ত এবং বৃক্ষমেলা চলবে ২৫ জুন থেকে ২৪ জুলাই পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, “পরিবেশ রক্ষার জন্য বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সবাইকে সচেতন হতে হবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”
এবারের মেলায় বিভিন্ন প্রজাতির গাছ, বনজ, ফলজ, ওষধি এবং শোভাবর্ধক বৃক্ষের প্রদর্শনী ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে। মেলায় পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি ও কর্মশালার আয়োজনও করা হবে।
পরিবেশ রক্ষায় দেশের প্রতিটি নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে এই মেলার বিশেষ গুরুত্ব রয়েছে বলে মনে করেন আয়োজকরা।