বাংলাদেশ সরকার দেশের ইতিহাস ও গণতন্ত্রের গুরুত্ব বিবেচনা করে নতুন দুটি দিনকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করেছে।
২৫ জুন বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পৃথক দুইটি পরিপত্র জারি করে বিষয়টি জানানো হয়েছে।
৮ আগস্ট: নতুন বাংলাদেশ দিবস
৮ আগস্ট দিনটি ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে। দিনটি ঐতিহাসিক ছাত্র ও জনতার গণ-অভ্যুত্থানের সঙ্গে যুক্ত, যার মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। দিনটি দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব বহন করে।
১৬ জুলাই: শহীদ আবু সাঈদ দিবস
১৬ জুলাই দিনটিকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে। ১৯৭০-এর দশকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এই দিনেই রংপুরে পুলিশের গুলিতে শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ। তার আত্মত্যাগ বৈষম্যবিরোধী আন্দোলনে স্মরণীয় হয়ে আছে।
দিবস দুটিকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত পরিপত্রের ‘খ’ শ্রেণিভুক্ত করা হয়েছে। সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে প্রতি বছর দিবস দুটি যথাযথ মর্যাদায় পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
এই ঘোষণার মাধ্যমে দেশীয় ইতিহাস, ছাত্র আন্দোলন ও গণতন্ত্রের মূল্যবোধকে সম্মান জানানো হলো।