সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে এসে গাঁজা সেবন ও উচ্ছৃঙ্খল আচরণের দায়ে পাঁচ যুবককে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন ইশাক হোসেন শান্ত, আনাফ রাজিন, তাহসিন আহমেদ, আহমদ মাহফুজ এবং নাসির হোসাইন।
জানা যায়, বুধবার (২৫ জুন) এই পাঁচ যুবক সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা হয়ে টাঙ্গুয়ার হাওর ভ্রমণে আসেন। হাওর থেকে ফেরার পথে সন্ধ্যা ৭টার দিকে মধ্যনগর এলাকায় তাদের আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয় প্রশাসন অভিযান চালিয়ে তাদের আটক করে।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৯ ধারার অপরাধে মোবাইল কোর্ট আইন ২০০৯-এর ৩৬(৫) ধারায় তাদের দোষী সাব্যস্ত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়।
মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় জানান, “মধ্যনগর বাজার ঘাটে একটি হাউজবোটে কিছু তরুণ গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ করছিল। ঘটনাস্থলে গিয়ে আমি এর সত্যতা পাই। পরে তাদের ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।”
উপজেলা প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তারা আশা করছেন, এ ধরনের কঠোর ব্যবস্থা মাদক সেবন ও এর অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরি করবে।