চট্টগ্রাম চিড়িয়াখানায় ষষ্ঠবারের মতো কৃত্রিম উপায়ে ইনকিউবেটরে অজগর সাপের বাচ্চা জন্ম দেওয়ার সফলতা অর্জিত হয়েছে।
বৃহস্পতিবার ২৬ জুন বিকেলে এ তথ্য নিশ্চিত করেন চিড়িয়াখানার কিউরেটর শাহাদাত হোসেন শুভ।
তিনি জানান, চলতি বছরের ০৪ ও ১৪ এপ্রিল দুটি অজগর থেকে পাওয়া ৪৫টি ডিম সংগ্রহ করে হাতে তৈরি ইনকিউবেটরে রাখা হয়।
দীর্ঘ ৬৮-৬৯ দিনের পর্যবেক্ষণের পর দুই ধাপে বাচ্চাগুলো জন্ম নেয়। প্রথম ধাপে ১১-১৩ জুন ১৭টি এবং দ্বিতীয় ধাপে ২১-২৪ জুন ১৬টি বাচ্চা জন্মায়।
কৃত্রিম ইনকিউবেটরে বাচ্চা ফুটানোর এ পদ্ধতি চট্টগ্রাম চিড়িয়াখানার জন্য একটি বড় অর্জন। এ পর্যন্ত ২০১৯ সালে ২৫টি, ২০২১ সালে ২৮টি, ২০২২ সালে ১১টি, ২০২৩ সালে ১৬টি এবং ২০২৪ সালে ৩৫টিসহ মোট ১১৫টি অজগরের বাচ্চা সফলভাবে ফুটানো হয়েছে।
কিউরেটর শাহাদাত হোসেন শুভ আরো জানান, এই পর্যন্ত ৪ দফায় মোট ৮০টি অজগরের বাচ্চা সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে। চিড়িয়াখানার এই উদ্যোগ পরিবেশ এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
চট্টগ্রাম চিড়িয়াখানার পক্ষ থেকে পরিবেশ রক্ষার লক্ষ্যে এ ধরনের উদ্যোগকে আরো এগিয়ে নেওয়ার পরিকল্পনার কথা জানানো হয়েছে।