বাংলাদেশের আকাশে পবিত্র ১৪৪৭ হিজরি সনের মহররম মাসের চাঁদ দেখা গেছে। বৃহস্পতিবার ২৬ জুন সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পর এ ঘোষণা দেওয়া হয়েছে।
আগামীকাল শুক্রবার ২৭ জুন থেকে মহররম মাসের গণনা শুরু হবে। সেই অনুযায়ী, আগামী ৬ জুলাই রবিবার সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র আশুরা পালিত হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের সভাকক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা, আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞরা, এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
চাঁদ দেখার বিষয়ে দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করা হয়। সব তথ্য বিশ্লেষণের পর নিশ্চিত হওয়া গেছে যে, বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে।
মহররম মাস ইসলামী বর্ষপঞ্জির প্রথম মাস। এ মাস মুসলমানদের কাছে বিশেষ পবিত্র ও তাৎপর্যময়। আশুরার দিন অর্থাৎ ১০ মহররম ইসলামী ইতিহাসে একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা স্মরণ করায়। এই দিনে কারবালার মর্মান্তিক ঘটনা সংঘটিত হয়, যেখানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)- এর দৌহিত্র ইমাম হোসাইন (রা.) এবং তাঁর পরিবারবর্গ অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে শহীদ হন। এই ঘটনা মুসলিম উম্মাহর কাছে শোক, ত্যাগ ও সাহসিকতার এক অমলিন উদাহরণ।
এ ছাড়া বিভিন্ন ঐতিহাসিক ঘটনার জন্য আশুরার দিনটি বিশেষভাবে স্মরণীয়। ইসলাম ধর্ম অনুযায়ী, এই দিনে মহানবী নূহ (আ.)- এর নৌকা প্লাবন থেকে রক্ষা পায় এবং মহানবী মুসা (আ.) তাঁর অনুসারীদের নিয়ে ফেরাউনের হাত থেকে মুক্তি পান।
পবিত্র আশুরা উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা এবং ইসলামী সংগঠনগুলো নানা কর্মসূচি হাতে নেয়। বিশেষ করে শিয়া সম্প্রদায় শোক ও ত্যাগের প্রতীক হিসেবে বিশেষ আয়োজন করে। কারবালার শহীদদের স্মরণে তাজিয়া মিছিল ও অন্যান্য শোকানুষ্ঠান আয়োজন করা হয়।
পবিত্র আশুরা উপলক্ষে সরকার ৬ জুলাই রবিবার সরকারি ছুটি ঘোষণা করেছে। ধর্মপ্রাণ মুসলমানরা এ দিনে রোজা রাখাসহ নানা ইবাদত-বন্দেগির মাধ্যমে দিনটি পালন করবেন।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় দেশের সকল ধর্মপ্রাণ মুসলমানদেরকে এ দিনে বিশেষ দোয়া ও মোনাজাত করার আহ্বান জানিয়েছে।