বিকাশ, নগদ, ফ্লেক্সিলোডসহ বিভিন্ন মোবাইল অপারেটরের সিম কার্ড ক্রয়-বিক্রয় করা

জীবন সংগ্রামে হার না মানা এক ক্ষুদ্র ব্যবসায়ী মানিক

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:৫২:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • ১০০ বার পঠিত হয়েছে

মোঃ মানিক

ঢাকার কদমতলী এলাকায় অবস্থিত একটি ছোট্ট দোকানে প্রতিদিনই কর্মচঞ্চল এক মানুষ ব্যস্ত থাকেন গ্রাহক সেবা দিতে। তাঁর নাম মোঃ মানিক। দোকানের নাম ‘মাহদী টেলিকম’, ঠিকানা- ৯, কদমতলী, ঢাকা-১৩৬২।

এখানে বিকাশ, নগদ, ফ্লেক্সিলোডসহ বিভিন্ন মোবাইল অপারেটরের সিম কার্ড ক্রয়-বিক্রয় করা হয়।

এই ক্ষুদ্র টেলিকম সেবার মাধ্যমেই তিনি নিজের সংসার চালান। পরিবার ও স্ত্রী-সন্তান এবং তাদের লেখাপড়ার খরচ জোগাতে তাকে প্রতিদিন হাড়ভাঙা কঠোর পরিশ্রম করতে হয়। সীমিত আয়ের মধ্যেও তিনি সন্তানদের শিক্ষার ক্ষেত্রে কোনো আপস করতে রাজি নন। তাঁর স্বপ্ন, সন্তানরা একদিন উচ্চশিক্ষা অর্জন করে  সমাজে তথা দেশের উন্নয়ন সাধনে নিয়োজিত হবে।

অভাব-অনটনের মাঝেও মোঃ মানিকের সততা, নিষ্ঠা এবং অনালস পরিশ্রম তাকে এলাকায় একজন সম্মানিত মানুষ হিসেবে পরিচিত করেছে। নিয়মিত গ্রাহক সেবা এবং বন্ধুবৎসল আচরণের কারণে স্থানীয়দের আস্থা ও ভালোবাসা অর্জন করেতে সক্ষম হয়েছেন তিনি।

মানিক বলেন- ছোট এই দোকানটাই আমার সবকিছু। এখান থেকেই সংসার চলে, এখান থেকেই বাচ্চাদের খরচ, স্কুলের ফি দিই। অনেক কষ্ট হয়, কিন্তু আল্লাহর রহমতে এখনো টিকে আছি।

বর্তমান অর্থনৈতিক চাপে ক্ষুদ্র ব্যবসায়ীদের যেখানে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে, তেমনি মোঃ মানিকের জীবনও প্রতিনিয়ত এক সংগ্রামের নাম। তবুও তিনি নানা প্রতিকূলতার মুখেও আশা হারাননি। তিনি বিশ্বাস করেন- সততা আর কঠোর, কঠিন পরিশ্রমই একদিন সাফল্যের দরজা খুলে দেবে।

এমন মানুষের জীবনসংগ্রামের গল্প সমাজের জন্য এক প্রেরণার উৎস হতে পারে।

বিকাশ, নগদ, ফ্লেক্সিলোডসহ বিভিন্ন মোবাইল অপারেটরের সিম কার্ড ক্রয়-বিক্রয় করা

জীবন সংগ্রামে হার না মানা এক ক্ষুদ্র ব্যবসায়ী মানিক

প্রকাশ: ০৮:৫২:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫

ঢাকার কদমতলী এলাকায় অবস্থিত একটি ছোট্ট দোকানে প্রতিদিনই কর্মচঞ্চল এক মানুষ ব্যস্ত থাকেন গ্রাহক সেবা দিতে। তাঁর নাম মোঃ মানিক। দোকানের নাম ‘মাহদী টেলিকম’, ঠিকানা- ৯, কদমতলী, ঢাকা-১৩৬২।

এখানে বিকাশ, নগদ, ফ্লেক্সিলোডসহ বিভিন্ন মোবাইল অপারেটরের সিম কার্ড ক্রয়-বিক্রয় করা হয়।

এই ক্ষুদ্র টেলিকম সেবার মাধ্যমেই তিনি নিজের সংসার চালান। পরিবার ও স্ত্রী-সন্তান এবং তাদের লেখাপড়ার খরচ জোগাতে তাকে প্রতিদিন হাড়ভাঙা কঠোর পরিশ্রম করতে হয়। সীমিত আয়ের মধ্যেও তিনি সন্তানদের শিক্ষার ক্ষেত্রে কোনো আপস করতে রাজি নন। তাঁর স্বপ্ন, সন্তানরা একদিন উচ্চশিক্ষা অর্জন করে  সমাজে তথা দেশের উন্নয়ন সাধনে নিয়োজিত হবে।

অভাব-অনটনের মাঝেও মোঃ মানিকের সততা, নিষ্ঠা এবং অনালস পরিশ্রম তাকে এলাকায় একজন সম্মানিত মানুষ হিসেবে পরিচিত করেছে। নিয়মিত গ্রাহক সেবা এবং বন্ধুবৎসল আচরণের কারণে স্থানীয়দের আস্থা ও ভালোবাসা অর্জন করেতে সক্ষম হয়েছেন তিনি।

মানিক বলেন- ছোট এই দোকানটাই আমার সবকিছু। এখান থেকেই সংসার চলে, এখান থেকেই বাচ্চাদের খরচ, স্কুলের ফি দিই। অনেক কষ্ট হয়, কিন্তু আল্লাহর রহমতে এখনো টিকে আছি।

বর্তমান অর্থনৈতিক চাপে ক্ষুদ্র ব্যবসায়ীদের যেখানে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে, তেমনি মোঃ মানিকের জীবনও প্রতিনিয়ত এক সংগ্রামের নাম। তবুও তিনি নানা প্রতিকূলতার মুখেও আশা হারাননি। তিনি বিশ্বাস করেন- সততা আর কঠোর, কঠিন পরিশ্রমই একদিন সাফল্যের দরজা খুলে দেবে।

এমন মানুষের জীবনসংগ্রামের গল্প সমাজের জন্য এক প্রেরণার উৎস হতে পারে।