প্রেমের ফাঁদে ফেলে বিয়ে, হাতিয়ে নেয় সাড়ে ৩ লাখ টাকা অবশেষে ধরা পুলিশের জালে

গোপালগঞ্জে ভুয়া সেনা কর্মকর্তা আটক

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:৩০:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • ১৩৩ বার পঠিত হয়েছে

ফয়সাল আহমেদ

গোপালগঞ্জের কাশিয়ানীতে ফয়সাল আহমেদ (৩৩) নামে এক ভুয়া সেনা কর্মকর্তাকে আটক করেছে যৌথবাহিনী। রবিবার (২৯ জুন) রাতে উপজেলার মহেশপুর ইউনিয়নের আড়পাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক ফয়সাল নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা মেহেরপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। তার কাছ থেকে ৮ ভরি স্বর্ণালংকার, ৩৮ হাজার টাকা, ২টি মোবাইল ফোন ও ৬টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফয়সাল নিজেকে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার পরিচয়ে পরিচয় দিয়ে আড়পাড়া গ্রামের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে। পরে গত ২৫ মে গোপনে কোর্ট ম্যারেজ করেন। একপর্যায়ে ছাত্রীর বাবার কাছ থেকে বিভিন্ন অজুহাতে সাড়ে ৩ লাখ টাকা হাতিয়ে নেন তিনি।

রবিবার রাতে আবারও টাকা নিতে শ্বশুরবাড়িতে গেলে পরিবারের সন্দেহে তাকে আটক করে কাশিয়ানী আর্মি ক্যাম্পে খবর দেওয়া হয়। পরে যৌথবাহিনী ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় হস্তান্তর করে।

কাশিয়ানী থানার ওসি মোঃ কামাল হোসেন বলেন, “ঘটনার বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

প্রেমের ফাঁদে ফেলে বিয়ে, হাতিয়ে নেয় সাড়ে ৩ লাখ টাকা অবশেষে ধরা পুলিশের জালে

গোপালগঞ্জে ভুয়া সেনা কর্মকর্তা আটক

প্রকাশ: ১০:৩০:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫

গোপালগঞ্জের কাশিয়ানীতে ফয়সাল আহমেদ (৩৩) নামে এক ভুয়া সেনা কর্মকর্তাকে আটক করেছে যৌথবাহিনী। রবিবার (২৯ জুন) রাতে উপজেলার মহেশপুর ইউনিয়নের আড়পাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক ফয়সাল নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা মেহেরপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। তার কাছ থেকে ৮ ভরি স্বর্ণালংকার, ৩৮ হাজার টাকা, ২টি মোবাইল ফোন ও ৬টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফয়সাল নিজেকে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার পরিচয়ে পরিচয় দিয়ে আড়পাড়া গ্রামের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে। পরে গত ২৫ মে গোপনে কোর্ট ম্যারেজ করেন। একপর্যায়ে ছাত্রীর বাবার কাছ থেকে বিভিন্ন অজুহাতে সাড়ে ৩ লাখ টাকা হাতিয়ে নেন তিনি।

রবিবার রাতে আবারও টাকা নিতে শ্বশুরবাড়িতে গেলে পরিবারের সন্দেহে তাকে আটক করে কাশিয়ানী আর্মি ক্যাম্পে খবর দেওয়া হয়। পরে যৌথবাহিনী ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় হস্তান্তর করে।

কাশিয়ানী থানার ওসি মোঃ কামাল হোসেন বলেন, “ঘটনার বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”