পাঁচ বছরের চুক্তিতে দল দিচ্ছে বিসিবি, নোয়াখালী থেকে নতুন ফ্র্যাঞ্চাইজির আবেদন

ডিসেম্বরে বিপিএল, নতুন দল আসছে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • ৪৭ বার পঠিত হয়েছে

বিপিএল লোগো

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন ডিসেম্বর-জানুয়ারি মাসেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাঠে গড়ানোর সিদ্ধান্ত চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল বোর্ড মিটিং শেষে এই ঘোষণা দেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু।

এবারের আসরে বড় একটি পরিবর্তন হিসেবে পাঁচ বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি মালিকানা দেওয়ার কথা জানিয়েছে বিসিবি, যা বিপিএলের দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও টুর্নামেন্টের পেশাদারিত্ব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিপিএলের গভর্নিং কাউন্সিলে এবার যুক্ত করা হচ্ছে বাইরের সদস্যদেরও। এই পদক্ষেপ স্বচ্ছতা ও জবাবদিহিতার নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা করা হচ্ছে।

তবে টুর্নামেন্ট শুরু হতে বাকি মাত্র ছয় মাস, এখনো নিশ্চিত নয় কয়টি দল এবারের আসরে অংশ নেবে। নতুন ও পুরোনো কোন কোন ফ্র্যাঞ্চাইজি থাকছে, সে বিষয়েও চূড়ান্ত ঘোষণা আসেনি। যদিও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিশ্চিত করেছেন, যে ফ্র্যাঞ্চাইজিগুলো আগামী আসরে অংশ নেবে, তাদের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করা হবে।

এদিকে, বিপিএলের একাদশ আসরে নতুন আলো ছড়াতে পারে নোয়াখালী। জনপ্রিয় এই শহর থেকে আগে কোনো দল অংশ না নেওয়ায় স্থানীয় ক্রিকেটপ্রেমীদের মাঝে দীর্ঘদিন ধরে আক্ষেপ ছিল। এবার সেই শূন্যতা পূরণে এগিয়ে এসেছে শায়ান’স গ্লোবাল নামের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান।

গত ২৪ জুন তারা বিসিবির কাছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি স্বত্ব পেতে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে। নোয়াখালীর হয়ে অংশ নেওয়ার পাশাপাশি অঞ্চলটিতে ক্রিকেট উন্নয়নে কাজ করার অঙ্গীকারও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সব মিলিয়ে বিপিএলের এবারের আসর হতে যাচ্ছে নতুন চমক, প্রতিযোগিতা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার এক যৌথ মঞ্চ।

পাঁচ বছরের চুক্তিতে দল দিচ্ছে বিসিবি, নোয়াখালী থেকে নতুন ফ্র্যাঞ্চাইজির আবেদন

ডিসেম্বরে বিপিএল, নতুন দল আসছে

প্রকাশ: ১২:০৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন ডিসেম্বর-জানুয়ারি মাসেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাঠে গড়ানোর সিদ্ধান্ত চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল বোর্ড মিটিং শেষে এই ঘোষণা দেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু।

এবারের আসরে বড় একটি পরিবর্তন হিসেবে পাঁচ বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি মালিকানা দেওয়ার কথা জানিয়েছে বিসিবি, যা বিপিএলের দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও টুর্নামেন্টের পেশাদারিত্ব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিপিএলের গভর্নিং কাউন্সিলে এবার যুক্ত করা হচ্ছে বাইরের সদস্যদেরও। এই পদক্ষেপ স্বচ্ছতা ও জবাবদিহিতার নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা করা হচ্ছে।

তবে টুর্নামেন্ট শুরু হতে বাকি মাত্র ছয় মাস, এখনো নিশ্চিত নয় কয়টি দল এবারের আসরে অংশ নেবে। নতুন ও পুরোনো কোন কোন ফ্র্যাঞ্চাইজি থাকছে, সে বিষয়েও চূড়ান্ত ঘোষণা আসেনি। যদিও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিশ্চিত করেছেন, যে ফ্র্যাঞ্চাইজিগুলো আগামী আসরে অংশ নেবে, তাদের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করা হবে।

এদিকে, বিপিএলের একাদশ আসরে নতুন আলো ছড়াতে পারে নোয়াখালী। জনপ্রিয় এই শহর থেকে আগে কোনো দল অংশ না নেওয়ায় স্থানীয় ক্রিকেটপ্রেমীদের মাঝে দীর্ঘদিন ধরে আক্ষেপ ছিল। এবার সেই শূন্যতা পূরণে এগিয়ে এসেছে শায়ান’স গ্লোবাল নামের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান।

গত ২৪ জুন তারা বিসিবির কাছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি স্বত্ব পেতে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে। নোয়াখালীর হয়ে অংশ নেওয়ার পাশাপাশি অঞ্চলটিতে ক্রিকেট উন্নয়নে কাজ করার অঙ্গীকারও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সব মিলিয়ে বিপিএলের এবারের আসর হতে যাচ্ছে নতুন চমক, প্রতিযোগিতা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার এক যৌথ মঞ্চ।