জুলাই অভ্যুত্থান ও রাষ্ট্রীয় নিপীড়নের ইতিহাস তুলে ধরতে সরকারি অনুদানে নির্মিত হতে যাচ্ছে দুটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, আটটি শর্টফিল্ম এবং স্বল্পদৈর্ঘ্য একাধিক প্রামাণ্যচিত্র।
এই উদ্যোগের জন্য বিশেষভাবে ৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।
মঙ্গলবার ১ জুলাই রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা মাহফুজ আলম লিখেছেন, “জুলাই থিমের বাইরেও গত ১৬ বছরে সংঘটিত গুম, খুন ও নিপীড়ন নিয়ে আরও একটি পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র, একটি শর্টফিল্ম এবং একটি স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র নির্মিত হবে সরকারি সহায়তায়।”
এছাড়া জুলাই বিষয়ক নির্মাণ কার্যক্রমে ৫ কোটি টাকার বিশেষ বরাদ্দ এই সপ্তাহেই অনুমোদনের প্রক্রিয়ায় যাচ্ছে বলেও জানান তিনি।
তথ্য উপদেষ্টা আরো বলেন, “ফিল্ম আর্কাইভের উদ্যোগে জুলাই অভ্যুত্থান নিয়ে ২০০ বা তার অধিক প্রামাণ্যচিত্র নির্মাণের কাজ শুরু হবে খুব দ্রুত।”
ডিপার্টমেন্ট অব ফিল্মস অ্যান্ড পাবলিকেশন (ডিএফপি) এর মাধ্যমে ইতোমধ্যেই ৯টি শর্টফিল্ম ও প্রামাণ্যচিত্র নির্মাণ শেষ হয়েছে। বাংলাদেশ সিনেমা অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) তৈরি করেছে আরও ৬টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।
এছাড়া বিটিভি জুলাই মাসজুড়ে ৩৬ দিনে ৩৬টি প্রামাণ্যচিত্র প্রচার করবে। তার পাশাপাশি আরো চারটি বিশেষ প্রামাণ্যচিত্রও বিটিভিতে সম্প্রচারিত হবে বলে জানা গেছে।
ফেসবুক পোস্টের শেষাংশে উপদেষ্টা মাহফুজ আলম লেখেন, “জুলাইয়ের শহীদদের সালাম। আমরা জুলাইকে ভুলতে দেব না।”