ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম জুলাই মাসের জন্য সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
নতুন নির্ধারিত দামে ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডার ১ হাজার ৩৬৪ টাকায় বিক্রি হবে, যা আগের মাসে ছিল ১ হাজার ৪০৩ টাকা। অর্থাৎ, প্রতি সিলিন্ডারে দাম কমেছে ৩৯ টাকা।
একই সঙ্গে কমানো হয়েছে অটোগ্যাসের দামও। প্রতি লিটার অটোগ্যাসের দাম এক টাকা ৮৪ পয়সা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৬২ টাকা ৪৬ পয়সা। জুন মাসে এই দাম ছিল ৬৪ টাকা ৩০ পয়সা।
বুধবার ২ জুলাই বিকেলে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ এ ঘোষণা দেন। তিনি জানান, নতুন মূল্যসমূহ একই দিন সন্ধ্যা থেকেই কার্যকর হবে।
নতুন দাম অনুযায়ী বিভিন্ন ওজনের সিলিন্ডারের মূল্য নির্ধারণ করা হয়েছে এভাবে:
সাড়ে ৫ কেজি: ৬২৫ টাকা
সাড়ে ১২ কেজি: ১,৪২১ টাকা
১৫ কেজি: ১,৭০৫ টাকা
১৬ কেজি: ১,৮১৮ টাকা
১৮ কেজি: ২,০৪৬ টাকা
২০ কেজি: ২,২৭৩ টাকা
২২ কেজি: ২,৫০০ টাকা
৩০ কেজি: ৩,৪০৯ টাকা
৩৩ কেজি: ৩,৭৫০ টাকা
৩৫ কেজি: ৩,৯৭৭ টাকা
৪৫ কেজি: ৫,১১৪ টাকা
তবে সরকারি উৎপাদনকারী প্রতিষ্ঠান বিপিসির সরবরাহকৃত এলপিজির দাম এ দামের আওতাবহির্ভূত থাকবে বলে জানায় বিইআরসি।
নতুন দামের ফলে ভোক্তারা কিছুটা স্বস্তি পেলেও, পরিবহন ও সরবরাহ খরচ বৃদ্ধি প্রভাব ফেলতে পারে চূড়ান্ত দামে এমন আশঙ্কা সংশ্লিষ্টদের।