চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল তৈরির কাজ শেষ হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এখন ফল প্রকাশের জন্য সম্ভাব্য তিনটি তারিখ নির্ধারণ করে তা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয় যেদিনটি অনুমোদন দেবে, সেদিনই প্রকাশ করা হবে পরীক্ষার ফলাফল।
বৃহস্পতিবার ৩ জুলাই এ তথ্য নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার। তিনি বলেন, “ফল তৈরির কাজ প্রায় সম্পন্ন হয়েছে। এখন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে। অনুমোদিত তারিখেই ফল প্রকাশ করা হবে।”
এস এম কামাল উদ্দিন হায়দার আরো বলেন, “এখনো ফল প্রকাশের তারিখ চূড়ান্ত হয়নি। তবে পরীক্ষার নিয়ম অনুযায়ী, শেষ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ১৫ মে, ফলে ৬০ কর্মদিবসের মধ্যে অর্থাৎ ১৫ জুলাইয়ের মধ্যেই ফল প্রকাশ করতে হবে। আশা করছি, সে সময়ের মধ্যেই শিক্ষার্থীরা ফল পাবে।”
এ বছর সারাদেশে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন পরীক্ষার্থী। এর বাইরে মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নিয়েছেন ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন এবং কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন।
ফল প্রকাশের দিন শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবে। সবার সুবিধার্থে ফল প্রকাশের নির্ধারিত তারিখ আগেই জানিয়ে দেওয়া হবে।