খুলনার কয়রায় ঘুর্নিঝড় রেমালের তান্ডবে ভেঙ্গে যাওয়া দশহালিয়া বেড়িবাঁধ পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা ৬ (কয়রা পাইকগাছা) আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান। গতকাল শুক্রবার (১ জুন) বেলা সাড়ে ১১ টায় তারা এই ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন করেন। এ সময় স্থানীয় এমপি কয়রা-পাইকগাছার ক্ষতিগ্রস্ত বেড়িবাধ দ্রুত সময়ের মধ্যে মেরামতের দাবি জানান সচিবের নিকট।
এমপির দাবির প্রেক্ষিতে পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিব সাংবাদিকদের জানান, কয়রা-পাইকগাছায় জরুরী ভিত্তিতে ঘুর্নিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ গুলো সংস্কার করা হবে। যাতে করে উপকুলীয় এলাকার মানুষ কষ্ট না পায়। শুধু তাই নয় প্রধানমন্ত্রীর পরামর্শে দুর্যোগ কবলিত এলাকার সকল বেড়িবাঁধ টেকসই করা হবে। বিশেষ প্রকল্পের মাধ্যমে পর্যায়ক্রমে এসব কাজ অতি দ্রুত বাস্তবায়ন করা হবে।
পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিব নাজমুল আহসান আরও বলেন, বর্ষা মৌসুমের আগেই কয়রা-পাইকগাছার ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ জরুরি মেরামত এবং মজবুত করার লক্ষে কাজ করছে মন্ত্রনালয়। এ সময় বাঁধে কাজ করা এলাকাবাসীর পক্ষ থেকে স্থানীয় এমপি ও সচিবের নিকট ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান ক্ষতিগ্রস্তরা।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের চীফ ইঞ্জিনিয়ার বিদ্যুৎ সাহা, খুলনা সার্কেলের তত্ববধায়ক প্রকৌশলী সাবিবুর রহমান, নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম, উপজেলা নির্বাহী অফিসার বিএম তারিক-উজ-জামান, কয়রা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান,পাউবোর উপসহকারী প্রকৌশলী মশিউল আবেদীন, উপজেলা আওয়ামীলীগের সাধরন সম্পাদক নিশীত রঞ্জন মিস্ত্রী, জেলা পরিষদের সদস্য আব্দুল্যাহ আল মামুন লাভলু, ইউপি চেয়ারম্যান আব্দুল্যাহ আল মাহমুদ, প্রভাষক শাহনেওয়াজ শিকারী, প্রমুখ।