Site icon দৈনিক টার্গেট

শহীদ পরিবারকে দেখে আবেগে নাহিদ

বগুড়ায় ‘জুলাই-আগস্ট গণআন্দোলন’-এর শহীদদের স্মরণে পদযাত্রার আগে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে আবেগঘন সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার ৫ জুলাই সকাল ১০টায় শহরের পর্যটন মোটেল প্রাঙ্গণে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে শহীদ পরিবারের সদস্যরা নাহিদ ইসলামকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন। তাঁরা একবাক্যে দাবি জানান গণআন্দোলনের সময় হত্যাকাণ্ডে যারা জড়িত, তাদের দ্রুত বিচার করতে হবে।

নাহিদ ইসলাম শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, “জুলাই সনদের মাধ্যমে আমরা শহীদদের মর্যাদা ও আত্মত্যাগ চিরস্মরণীয় করে রাখবো। যারা জনগণের ওপর গুলি চালিয়েছে, তাদের বিচার এই জাতি একদিন দেখবেই। ‘জুলাই ঘোষণাপত্র’ শুধু শহীদদের স্মরণ নয়, দেশের রাজনৈতিক কাঠামোগত সংস্কারের রূপরেখা।”

তিনি আরো জানান, “১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত শহীদ স্মরণ সপ্তাহ পালন করা হবে। শহীদ পরিবারগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক শুধু রাজনৈতিক নয়, মানবিক ও নৈতিক বন্ধনে আবদ্ধ। বর্তমান কিংবা ভবিষ্যতের যেকোনো সরকারকে শহীদ পরিবারের আর্থিক ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে হবে।”

সাক্ষাৎ শেষে নাহিদ ইসলাম এনসিপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে সাতমাথা পর্যন্ত পদযাত্রায় অংশ নেন। পদযাত্রায় গণসংহতি ও প্রতিবাদে সাধারণ মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

এদিকে, এনসিপির পক্ষ থেকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ও কিচক বন্দরে পৃথক পথসভা অনুষ্ঠিত হয়। এসব পথসভায় দলীয় নেতারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিচার ও জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

Exit mobile version