একসময় ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা ছিলেন সাদিকা পারভীন পপি। দীর্ঘদিন ধরে অভিনয় জগত থেকে নিজেকে আড়াল করে রেখেছিলেন তিনি।
সর্বশেষ তাকে দেখা গিয়েছিল ‘ভালোবাসার প্রজাপতি’ সিনেমার শুটিংয়ে। এরপরই তিনি দূরে সরে যান লাইট-ক্যামেরা-অ্যাকশনের ঝলমলে জগত থেকে।
এ সময়ের মধ্যে নিজের ব্যক্তিগত জীবনে বেশ কিছু পরিবর্তন এনেছেন পপি। গোপনে সংসার পেতেছেন, হয়েছেন এক সন্তানের জননীও। তার সন্তানের নাম আয়াত। এখন পপি স্বামী ও সন্তানকে নিয়ে মালয়েশিয়ায় বসবাস করছেন। কিছুদিন আগে সেখানে অবকাশ যাপনও করেছেন বলে জানা গেছে।
দীর্ঘ এই বিরতির কারণ সম্পর্কে জানতে চাইলে দৈনিক টার্গেটকে পপি বলেন, “চলচ্চিত্র থেকে সাময়িক বিরতি নিয়েছি। নতুন করে কাজে ফেরার কথা ভাবছি। সন্তান জন্মের পর একটু মুটিয়ে গিয়েছিলাম, তবে এখন অনেকটা ঠিক আছি। যেহেতু দীর্ঘ একটা গ্যাপ হয়েছে, তাই যেনতেন কাজ দিয়ে ফিরতে চাই না। ভালো কিছু দিয়েই ফিরতে চাই। ভালো গল্প ও চরিত্র পেলে অবশ্যই কাজ করব।”
এদিকে, পপির অভিনীত ‘ডাইরেক্ট অ্যাটাক’ নামের একটি সিনেমা দীর্ঘদিন ধরে মুক্তির অপেক্ষায় রয়েছে। ছবিটি পরিচালনা করেছেন সাদেক সিদ্দিকী। একাধিকবার মুক্তির ঘোষণা এলেও এখনো ছবিটি প্রেক্ষাগৃহে আসেনি।
অন্যদিকে, পপির কারণেই আটকে আছে দুটি সিনেমার কাজ রাজু আলীম পরিচালিত ‘ভালোবাসার প্রজাপতি’ এবং আরিফুর জামান আরিফ পরিচালিত ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’।
দর্শকপ্রিয় এই অভিনেত্রীর ফেরা নিয়ে চলচ্চিত্রাঙ্গনে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে। এখন শুধু সময়ের অপেক্ষ পপি আবার কবে রূপালী পর্দায় ফিরবেন এবং নতুন কোন গল্পে দর্শকদের মুগ্ধ করবেন।