রবিবার, ৭ জুলাই পালিত হবে পবিত্র আশুরা; রোজা রাখতে সেহরির সময় জেনে নিন

আশুরার রোজা কবে? জেনে নিন সেহরির সঠিক সময়

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:১৫:০৯ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • ৮৮ বার পঠিত হয়েছে

পবিত্র মুহাররম মাসের দশম দিন, অর্থাৎ আশুরা ইসলামী বর্ষপঞ্জি অনুযায়ী অত্যন্ত মর্যাদাপূর্ণ ও ইতিহাসসমৃদ্ধ একটি দিন। মহানবী হযরত মুহাম্মদ (সা.) আশুরার দিনে রোজা রাখার তাগিদ দিয়েছেন এবং এটি বছরের গুরুত্বপূর্ণ নফল রোজাগুলোর একটি।

চলতি হিজরি বর্ষ ১৪৪৭ অনুসারে, বাংলাদেশে ১০ মুহাররম তথা আশুরা পালিত হবে রবিবার, ৭ জুলাই ২০২৫ তারিখে। ফলে আশুরার রোজা রাখতে হলে বাংলাদেশ সময় অনুযায়ী রবিবার ভোরে (৬ জুলাই গভীর রাত ২টা থেকে ৩টার মধ্যে) সেহরি খেয়ে রোজা শুরু করতে হবে।

দুই দিন রোজা রাখা সুন্নাত

শুধু আশুরার দিন (১০ মুহাররম) নয়, নবী করিম (সা.) আশুরার রোজা ভিন্ন ধর্মাবলম্বীদের থেকে পৃথক করার জন্য ৯ ও ১০ মুহাররম, অথবা ১০ ও ১১ মুহাররম রোজা রাখার পরামর্শ দিয়েছেন।

এ বছর তারিখ অনুযায়ী

৯ মুহাররম: শনিবার, ৬ জুলাই

১০ মুহাররম (আশুরা): রবিবার, ৭ জুলাই

১১ মুহাররম: সোমবার, ৮ জুলাই

অতএব, মুসলমানরা চাইলে ৬ ও ৭ জুলাই অথবা ৭ ও ৮ জুলাই এই দুই দিন রোজা রাখতে পারেন, যা অধিক সওয়াবের কারণ হবে।

আশুরা উপলক্ষে বিশ্বজুড়ে মুসলিমরা নফল রোজা পালন করেন, ইবাদত-বন্দেগি করেন এবং কারবালার শহীদদের স্মরণ করেন। বিশেষ করে এই দিন হযরত ইমাম হুসাইন (রাঃ) ও তার সঙ্গীদের আত্মত্যাগ মুসলিম উম্মাহকে শোক ও শিক্ষা দুটোই দেয়।

রবিবার, ৭ জুলাই পালিত হবে পবিত্র আশুরা; রোজা রাখতে সেহরির সময় জেনে নিন

আশুরার রোজা কবে? জেনে নিন সেহরির সঠিক সময়

প্রকাশ: ১১:১৫:০৯ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫

পবিত্র মুহাররম মাসের দশম দিন, অর্থাৎ আশুরা ইসলামী বর্ষপঞ্জি অনুযায়ী অত্যন্ত মর্যাদাপূর্ণ ও ইতিহাসসমৃদ্ধ একটি দিন। মহানবী হযরত মুহাম্মদ (সা.) আশুরার দিনে রোজা রাখার তাগিদ দিয়েছেন এবং এটি বছরের গুরুত্বপূর্ণ নফল রোজাগুলোর একটি।

চলতি হিজরি বর্ষ ১৪৪৭ অনুসারে, বাংলাদেশে ১০ মুহাররম তথা আশুরা পালিত হবে রবিবার, ৭ জুলাই ২০২৫ তারিখে। ফলে আশুরার রোজা রাখতে হলে বাংলাদেশ সময় অনুযায়ী রবিবার ভোরে (৬ জুলাই গভীর রাত ২টা থেকে ৩টার মধ্যে) সেহরি খেয়ে রোজা শুরু করতে হবে।

দুই দিন রোজা রাখা সুন্নাত

শুধু আশুরার দিন (১০ মুহাররম) নয়, নবী করিম (সা.) আশুরার রোজা ভিন্ন ধর্মাবলম্বীদের থেকে পৃথক করার জন্য ৯ ও ১০ মুহাররম, অথবা ১০ ও ১১ মুহাররম রোজা রাখার পরামর্শ দিয়েছেন।

এ বছর তারিখ অনুযায়ী

৯ মুহাররম: শনিবার, ৬ জুলাই

১০ মুহাররম (আশুরা): রবিবার, ৭ জুলাই

১১ মুহাররম: সোমবার, ৮ জুলাই

অতএব, মুসলমানরা চাইলে ৬ ও ৭ জুলাই অথবা ৭ ও ৮ জুলাই এই দুই দিন রোজা রাখতে পারেন, যা অধিক সওয়াবের কারণ হবে।

আশুরা উপলক্ষে বিশ্বজুড়ে মুসলিমরা নফল রোজা পালন করেন, ইবাদত-বন্দেগি করেন এবং কারবালার শহীদদের স্মরণ করেন। বিশেষ করে এই দিন হযরত ইমাম হুসাইন (রাঃ) ও তার সঙ্গীদের আত্মত্যাগ মুসলিম উম্মাহকে শোক ও শিক্ষা দুটোই দেয়।