আজ রবিবার, ১০ মহররম, পবিত্র আশুরা। হিজরি সনের প্রথম মাস মহররমের দশম দিনটি মুসলিম উম্মাহর জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। দিনটি বিশ্বব্যাপী শোক, ত্যাগ, আত্মত্যাগ এবং আত্মশুদ্ধির প্রতীক হিসেবে পালিত হয়ে থাকে।
আশুরা শব্দের অর্থ ‘দশম’। ইসলামের ইতিহাসে এ দিনে ঘটেছে বহু তাৎপর্যপূর্ণ ঘটনা। এর মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ হলো- মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর দৌহিত্র ইমাম হোসাইন (রা.)-এর কারবালার প্রান্তরে শাহাদাত। সত্য ও ন্যায়ের পক্ষে জীবন উৎসর্গের এই ঘটনা মুসলমানদের জন্য চিরন্তন অনুপ্রেরণা।
এ দিনটি উপলক্ষে দেশের মুসলমানরা রোজা, নামাজ, কোরআন তিলাওয়াত ও দোয়ার মাধ্যমে ইবাদতে মশগুল থাকেন। রাসুলুল্লাহ (সা.) আশুরার রোজার ফজিলত সম্পর্কে বলেছেন এটি পালন করলে বিগত এক বছরের গোনাহ মাফ হয়ে যায়। আশুরার রোজা ৯ ও ১০ অথবা ১০ ও ১১ মহররম মিলিয়ে রাখতে উৎসাহিত করা হয়েছে হাদিসে।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আজ বাদ জোহর ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে আলোচনা সভা ও দোয়া মাহফিল। এতে বক্তব্য রাখবেন মুফতি মাওলানা মোঃ মুজির উদ্দিন এবং সভাপতিত্ব করবেন ড. মোহাম্মদ হারুনূর রশীদ।
পবিত্র আশুরা উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন। বাণীতে আশুরার শিক্ষাকে আত্মস্থ করে সমাজে ন্যায় ও মানবিকতা প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
এদিকে, শিয়া সম্প্রদায় এ দিনটি স্মরণে তাজিয়া মিছিল আয়োজন করে থাকে। ঢাকা মহানগরীতে এ মিছিলে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ নির্দেশনা দিয়েছে ডিএমপি। মিছিলে দা, ছোরা, বর্শা, বল্লম, লাঠি কিংবা আতশবাজি বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখতে এবং জননিরাপত্তার স্বার্থে এই নির্দেশনা বলবৎ থাকবে।
দিনটি উপলক্ষে আজ সারাদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। পবিত্র আশুরা যেন আমাদের জীবনে সত্য ও ন্যায়ের পথ অনুসরণে অনুপ্রেরণা জোগায় এ কামনায় দেশবাসী দিনটি পালন করছেন গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে।