পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীজুড়ে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। বিশেষ করে পুরান ঢাকার ঐতিহাসিক হোসাইনি দালান এলাকায় নিরাপত্তা বলয় আরো জোরদার করা হয়েছে।
শোকাবহ এ দিনটি শান্তিপূর্ণভাবে পালনে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে কঠোর অবস্থানে।
হোসাইনি দালান ও আশপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ, র্যাব, সোয়াত, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস সদস্য। সেই সঙ্গে রয়েছে সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার কড়া নজরদারি। পুরো এলাকাজুড়ে চলছে তল্লাশি ও পর্যবেক্ষণ কার্যক্রম।
ইমামবাড়ায় প্রবেশ পথে বসানো হয়েছে আধুনিক নিরাপত্তা সরঞ্জাম আর্চওয়ে গেট ও মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করে তবেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে দর্শনার্থী ও ভক্তদের। এছাড়া প্রধান সড়কে বসানো হয়েছে ব্যারিকেড, যাতে অননুমোদিত ব্যক্তি বা যানবাহন এলাকায় প্রবেশ করতে না পারে।
যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামাল দিতে হোসাইনি দালানের ভেতরে প্রস্তুত রাখা হয়েছে ফায়ার সার্ভিসের একটি ইউনিট। পাশাপাশি অন্যান্য জরুরি সেবা সংস্থাও রয়েছে প্রস্তুত অবস্থায়।
উল্লেখ্য, আশুরা দিনটি মুসলিম উম্মাহর জন্য এক বেদনার স্মৃতি। কারবালার প্রান্তরে মহানবির (সা.) দৌহিত্র ইমাম হুসাইন (রা.) ও তাঁর পরিবার শহিদ হন। এই স্মরণে প্রতিবছর মহররমের ১০ তারিখে শিয়া সম্প্রদায় তাজিয়া মিছিলের আয়োজন করে থাকে।
যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে গোটা আয়োজন ঘিরে রয়েছে সর্বোচ্চ সতর্কতা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আশুরা পালনের প্রতিটি পর্যায়ে শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করতে তারা তৎপর থাকবে।