রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়েছে। রবিবার ৬ জুলাই সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা প্রফেসর চৌধুরী রফিকুল আবরার।
১৯৫৩ সালের এই দিনে পথচলা শুরু করে দেশের অন্যতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী বিশ্ববিদ্যালয়। ঐতিহাসিক এই দিনে নানা আয়োজন ছিল রাবি ক্যাম্পাসে। সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশন ও প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা। এরপর সকাল সাড়ে ১০টায় বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
এরপর বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ এবং বেলা সাড়ে ১১টায় সিনেট ভবনে আলোচনা সভার আয়োজন করা হয়। বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে ক্রীড়া অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
উদ্বোধনী বক্তব্যে শিক্ষা উপদেষ্টা প্রফেসর চৌধুরী রফিকুল আবরার বলেন, “এই বিশ্ববিদ্যালয় আমাদের জাতীয় জীবনের নানা ক্ষেত্রে অবদান রেখে চলেছে। তরুণদের মাঝে এসে আমি সত্যিই অনুপ্রাণিত। এই শিক্ষা প্রতিষ্ঠান যেন আগামীতে আরো বেশি দায়িত্বশীলতা ও সাফল্যের সঙ্গে এগিয়ে যেতে পারে এই কামনা করি।”
তিনি আরো বলেন, “বিশ্ববিদ্যালয় যেন তার পরিবেশ ও শিক্ষার মান অটুট রাখতে পারে, সেই সঙ্গে সকলে মিলে সমন্বিতভাবে এই প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানাই।”
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী এ আয়োজনে ছিল উৎসবের আবহ।