পাকিস্তানের করাচি শহরের লিয়ারি এলাকায় একটি পাঁচতলা আবাসিক ভবন ধসে পড়ে প্রাণ হারিয়েছেন অন্তত ২৭ জন। ভয়াবহ এই দুর্ঘটনায় আরও অনেক মানুষ ধ্বংসস্তূপে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সময় শুক্রবার ৪ জুলাই সকাল ১০টার দিকে করাচির দরিদ্র অধ্যুষিত লিয়ারি এলাকায় ভবনটি ধসে পড়ে। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে উদ্ধারকাজ শুরু করে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও রেঞ্জার্স বাহিনীর যৌথ দল। ক্রেন ও ডগ স্কোয়াডের সহায়তায় ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে।
সরকারি উদ্ধার পরিষেবা রেসকিউ ১১২২-এর মুখপাত্র হাসান খান জানিয়েছেন, “রবিবার সকাল পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ২৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। কয়েকজনকে জীবিত অবস্থায় বের করে হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধারকাজ প্রায় শেষ পর্যায়ে আছে।”
স্থানীয় বাসিন্দারা জানান, ভবন ধসের সময় একটি বিকট শব্দ হয়, যা আশপাশের এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে দেয়। মুহূর্তের মধ্যে ভবনটি মাটির সঙ্গে মিশে যায়।
জানা গেছে, ভবনটি ২০১৯ সালে নির্মাণ করা হয়েছিল এবং তখন থেকেই নকশা ও নির্মাণে অসংগতির অভিযোগ ছিল। ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে ভবনটি খালি করতে একাধিকবার প্রশাসনিক নোটিশ পাঠানো হয়েছিল। তবে ভবনের মালিক ও কিছু বাসিন্দা দাবি করেছেন, তারা কোনো ধরনের সরকারি নোটিশ পাননি।
এ ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে প্রশাসন। করাচি শহরে এ ধরনের ভবন ধসের ঘটনা নতুন নয়, এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে আরও কঠোর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন নাগরিকরা।