তীব্র দাবদাহের মধ্যেই ভয়াবহ দাবানলে পুড়ছে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীর। অঞ্চলটির কয়েক হেক্টর বিস্তীর্ণ এলাকা পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
রোববার (২ জুন) ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজৌরির বনাঞ্চলে। এতে পুড়ে ছাই হয়ে যাচ্ছে একরের পর একর ভূমি, আর গাছপালা।
ভারতজুড়ে তীব্র দাবদাহের মধ্যেই এ দাবানল যেন মরার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে বাসিন্দাদের জন্য। আগুন নেভাতে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা, সঙ্গে রয়েছেন স্থানীয়রাও।
পাহাড়ি অঞ্চলে ড্রোন ব্যবহার করে আগুনের সঠিক অবস্থান এবং গতিবিধি অনুমান করে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন কর্মীরা।
মার্চের মাঝামাঝি থেকে জুন মাসে তাপমাত্রা বেড়ে যাওয়ায় ভারতে সাধারণত বনাঞ্চলে দাবানল বেড়ে যায়।
এর আগে গত সপ্তাহে, উত্তরাখণ্ডের নৈনিতাল জেলায় ভয়াবহ দাবানলে পুড়ে ছাই হয়েছিল পাহাড়ি জঙ্গল।