নাসাউ কাউন্টির ড্রপইন পিচে প্রোটিয়া পেসারদের তোপে মাত্র ৭৭ রানে অলআউট শ্রীলঙ্কা। হুটহাট বলের লাফিয়ে ওঠা আর কিছুটা স্লো হয়ে আসায় টাইমিং করতেই খাবি খেয়েছে লঙ্কানরা। ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে ভুগলো প্রোটিয়ারাও। জয় পেলেও এই রান করতেই ঘাম ছুটে গেছে মার্করামের দলের।
সোমবার (৩ জুন) নিউইয়র্কে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। আগে ব্যাট করতে নেমে আনরিখ নরকিয়ার তোপে ১৯.১ ওভারে মাত্র ৭৭ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। জবাবে ২২ বল হাতে রেখেই লক্ষ্যে পৌছায় দক্ষিণ আফ্রিকা।
৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০ রানের মাথায় রিজা হেনড্রিকসের উইকেট হারায় প্রোটিয়ারা। থুশারা, পাথিরানাদের স্লিংগিং অ্যাকশনের বল সামলাতে খাবি খাচ্ছিল প্রোটিয়ারা। ২৩ রানের মাথায় অধিনায়ক মার্করামও বিদায় নেন। ১৪ বলে ১২ রান করে শানাকার শিকারে পরিণত হন তিনি।
এরপর ৩৯ বলে ২৮ রানের জুটি গড়েন ত্রিস্তান স্ট্যাবস ও ডি কক। ২৭ বলে ২০ রান করা ডি ককের বিদায়ে এই জুটি ভাঙে। প্রোটিয়াদের সংগ্রহ তখন ১০.৫ ওভারে ৩ উইকেটে ৫৩ রান। আর ৫ রান যোগ হতে স্ট্যাবসও বিদায় নেন। ১৩ রান করতেই ২৮ বল খেলেন তিনি।
শেষ পর্যন্ত হেনরিখ ক্লাসেন ও ডেভিড মিলারের জুটিতে জয় নিশ্চিত হয় দক্ষিণ আফ্রিকার। ২২ বলে ১৯ রান করেন ক্লাসেন। মিলার ৬ বলে ৬ রানে অপরাজিত থাকেন।
শ্রীলঙ্কার পক্ষে হাসারাঙ্গা ২২ রানে ২ উইকেট শিকার করেন। এছাড়া শানাকা ও থুশারা ১টি করে উইকেট শিকার করেন।
এর আগে ব্যাট করতে নেমে প্রোটিয়াদের তোপের মুখে পড়ে শ্রীলঙ্কা। ৪ ওভারে মাত্র ৭ রান খরচ করে ৪ উইকেট শিকার করেন আনরিখ নরকিয়া। তার তোপে মাত্র তিনজন লঙ্কান ব্যাটার দুই অঙ্কে পৌঁছাতে পারেন। ৩০ বলে সর্বোচ্চ ১৯ রান করেন কুশল মেন্ডিস। এছাড়া অ্যাঞ্জেলো ম্যাথিউস ১৬ ও কামিন্দু মেন্ডিস ১১ রান করেন। নরকিয়া বাদেও কেশভ মহারাজ ও রাবাদা ২টি করে উইকেট শিকার করেন। ১টি উইকেট শিকার করেন বার্টমান।