গাইবান্ধায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক নারী নিহত হয়েছেন। শনিবার (১৮ মে ) সকালে জেলার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের বিরামভিটা গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী টার্গেটকে জানান, বিরামভিটা গ্রামের মৃত নুরুল ইসলামের পরিবারের সঙ্গে প্রতিবেশী ফজলে রাব্বি দুলা মিয়ার জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সকালে রাব্বি মিয়া বিরোধপূর্ণ জমিতে গাছের চারা লাগাতে যান।
এ সময় মৃত নুরুল ইসলামের ছেলে আরিফ বাধা দেন। এতে বাগ্বিতণ্ডা হয়। পাপিয়া তার ভাই আরিফকে বাঁচাতে গেলে দুলা মিয়া ও তার লোকজনের হামলায় তিনি গুরুতর আহত হন। এরপর তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিলে চিকিৎসক পাপিয়াকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে ।