কারিগরী ও বৃত্তিমূলক শিক্ষাকে জনপ্রিয় করার স্বার্থে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিএসসি (পাস) কোর্সের সমমান মর্যাদা প্রদানে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগ অবিলম্বে বাস্তবায়ন, জাতীয় মেধার অপচয় রোধে প্রশাসন ক্যাডারে বিএসসি ইঞ্জিনিয়ারিং সনদধারীদের প্রবেশ রোধ এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যাদি সমাধানের দাবিতে গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবাদ সভা শেষে মাননীয় শিক্ষামন্ত্রী সমীপে গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলমের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেছেন আইডিইবি’র গোপালগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ।
বুধবার (৫ জুন) বেলা ১১ টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলমের মাধ্যমে শিক্ষা মন্ত্রী বরাবর উক্ত স্মারকলিপি প্রদান করেন আইডিইবি’র নেতৃবৃন্দ।
এসময় আইডিইবি গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি বি এম ইছানুল কবির, সাধারণ সম্পাদক মোঃ আবদুল হালিম খান, সাংগঠনিক সম্পাদক তন্ময় গোলদার, অর্থ বিষয়ক সম্পাদক আতিয়ার রসুল হিমেল, সদস্য মোঃ আব্দুল করিম খান ও মোঃ সাজ্জাদুল ইসলাম উপস্থিত ছিলেন।
এর আগে একই দাবিতে গোপালগঞ্জ আইডিইবি’র উদ্যোগে গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালন করেন। ঘন্টা ব্যাপী চলা এ কর্মসূচিতে আইডিইবি গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আবদুল হালিম খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উক্ত সংগঠনের সভাপতি বি এম ইছানুল কবির, গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মাইনুল আহসান, উপাধ্যক্ষ মোঃ আবু সাইম, চীফ ইন্সট্রাক্টর (কম্পিউটার) মোহাম্মদ নাসির উদ্দিন আহমেদ, চীফ ইন্সটাক্টর মোঃ কামাল হোসেন, ওয়ার্কশপ সুপার আর এ সি মোহাম্মদ ইউনুস আলী, ইন্সট্রাক্টর আব্দুস সালাম চৌধুরী প্রমুখ।