পরকীয়া জের ধরে জেসমিন আক্তার (২৪) নামে এক গৃহবধূ স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের হাত ধরে পালিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গত ১৭/০৯/২০২৩ ইং বিকাল ৪.০০ ঘটিকায় লোহাগাড়া উপজেলার দক্ষিণ সুখছড়িএলাকায় এ ঘটনা ঘটে। গৃহবধূ জেসমিন আক্তার হাজী পাড়া জাফর মিস্ত্রির বাড়ি বায়েজিদ বোস্তামী থানার মাহবুবুল আলমের কন্যা। স্বামী মোহাম্মদ মিনহাজ উদ্দিন জানান বিগত ১৪/৪/২০১৭ ইং তারিখে ইসলামী শরীয়ত মোতাবেক বিয়ে হয়।
বিয়ের পর তাদের সংসারে সামিরা (৬) বছরের একটি মেয়ে ও (৩) বছরের একটা ছেলের সন্তানের জন্ম হয়। বিয়ের পর মিনহাজ উদ্দিন বিদেশে চলে যায়। মিনহাজ উদ্দিন বিদেশে চলে যাওয়ার পর থেকে জেসমিন আক্তার সাকিব নামের একটা ছেলের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। মিনহাজ উদ্দিন পরকীয়ার ব্যাপারটি জানতে পেরে জেসমিন আক্তারকে বিষয়টি জিজ্ঞাসা করে। জেসমিন আক্তার ক্ষিপ্ত হয়ে মিনহাজ উদ্দিন কে বিভিন্ন ধরনের হুমকি ধামকি প্রদান করেন। এ বিষয় নিয়ে বেশি বাড়াবাড়ি করলে মিথ্যা নারী নির্যাতন মামলা করে হয়রানী করবে বলেও হুমকি ধামকি প্রদান করেন।
বিগত ১৭/০৯/২০২৩ তারিখে বিকাল ৪ ঘটিকায় পরিবারেরর কাউকে কিছু না বলে জেসমিন আক্তার এর বড় ভাই আরফাত একটি গাড়ি নিয়ে ঘর থেকে ০১ ফ্রিজ ২০ ভরি স্বর্ণ, ০১টি ল্যাপটপ, ০৩ টি দামী মোবাইল ফোন ,২টি আইপ্যাড ,০৪টি বিদেশি লাগেজ ও দামী কাপড়-চোপড় সংসারিক জিনিসপত্র সহ যাহার বাজার মূল্য ৩,০০০০০/- লাখ টাকা নিয়ে বাপের বাড়ি পালিয়ে যায়।