এশিয়া কাপের এবারের আসর শুরু থেকেই ভারতের নাম ছিল সবার মুখে। টুর্নামেন্টে ধারাবাহিকভাবে একের পর এক ম্যাচ জিতে তারা প্রমাণ করেছে কেন তাদের বলা হয় ফেভারিট দল। অপরাজিতভাবেই ফাইনালে উঠেছিল রোহিত শর্মার দল।
Thank you for reading this post, don't forget to subscribe!অন্যদিকে পাকিস্তানও খেলায় খারাপ ছিল না। তবে একমাত্র হার এসেছিল ভারতের বিপক্ষেই। তাই শিরোপা জিততে হলে ফাইনালে ভারতকে হারানো ছিল তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
ম্যাচের শুরুতে ব্যাট হাতে নেমে পাকিস্তান কিছুটা প্রতিরোধ গড়লেও শেষ পর্যন্ত থেমে যায় ১৪৬ রানে। ভারতের বোলাররা নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে চাপ ধরে রাখেন।
জবাবে ভারত শুরুতে কিছুটা চাপে পড়লেও মধ্য ওভারে ব্যাটারদের দাপটে সহজ হয়ে যায় সমীকরণ। শেষ পর্যন্ত ১৯.৪ ওভারে মাত্র ৫ উইকেট হারিয়ে লক্ষ্য ছুঁয়ে ফেলে তারা। হাতে ছিল আরো ২ বল।
এই জয়ের ফলে ভারত আবারও এশিয়ার মুকুট নিজেদের করে নিল। টুর্নামেন্টে এক ম্যাচেও হারেনি তারা। নিঃসন্দেহে এবারের শিরোপা ভারতের জন্য ছিল যোগ্য প্রাপ্তি।