Site icon দৈনিক টার্গেট

রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ে আগুন, উত্তেজনা ছড়িয়েছে

আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আবারও অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার বেলা ১টার দিকে ভবনের চতুর্থ তলায় এ আগুন লাগানো হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

প্রত্যক্ষদর্শীরা জানান, ১০ থেকে ১৫ জনের একটি দল ভবনের ভেতরে কাঠ, কার্টন ও অন্যান্য দাহ্য বস্তু জড়ো করে তাতে আগুন দেয়। আগুনের তীব্রতা কমে গেলে তারা পুনরায় সেখানে আগুন ধরিয়ে দেয়। বেলা সোয়া ১টা পর্যন্ত আগুন জ্বলতে দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই ভবনে প্রথম আগুন দেওয়া হয়। এরপর আগস্ট মাসজুড়ে ভবনটিতে লুটপাট ও ভাঙচুর চলে। শুধু এই কার্যালয় নয়- তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের অফিস এবং ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়েও একইভাবে আগুন লাগানো ও লুটের ঘটনা ঘটে। সেই সময় থেকে ভবনগুলো প্রায় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।

আজ বৃহস্পতিবার নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত “লকডাউন” কর্মসূচিকে ঘিরে রাজধানীর বিভিন্ন সড়কে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের অবস্থান নিতে দেখা যায়। তারা অনেক স্থানে মিছিলও করেন, ফলে শহরের বিভিন্ন এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়।

এই “লকডাউন” কর্মসূচি ঘোষিত হয় জুলাই মাসের গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে। উক্ত মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজন আসামি রয়েছেন।

বৃহস্পতিবার বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মামলার রায় ঘোষণার দিন আগামী সোমবার (১৭ নভেম্বর) নির্ধারণ করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

WhatsApp

আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন

ফলো করুন
Exit mobile version