সরকারি নিয়ম অনুযায়ী সমিল মালিকদের বিক্রয়কৃত কাঠের উপর ১০% ভ্যাট আরোপ থাকলেও সেই নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কোটি টাকা ভ্যাট ফাঁকি দিয়ে আসছে সমিল মালিকরা।
Thank you for reading this post, don't forget to subscribe!রাজধানী ব্যাপি এই ব্যবসার বিস্তার, তবে উত্তরার দক্ষিণখান এলাকার কসাইবাড়ি রেলগেট থেকে ৮ নং সেক্টর রেলগেট পর্যন্ত বড় বড় সমিলের অবস্থান। যা প্রায় ৩০ বছর যাবৎ চলে আসছে এই সমিল ব্যবসা। যাদের মাসিক বিক্রি কোটি কোটি টাকা। এতে করে লক্ষ লক্ষ টাকার রাজস্ব হারাচ্ছে সরকার।
স্থানীয় রাজস্ব বিভাগের কর্মকর্তাদের ম্যানেজ করে নাম মাত্র আড়াই থেকে সাড়ে তিন হাজার টাকা ভ্যাট দিয়ে আসছেন সমিল মালিকরা।
আর এই কাঠ ব্যবসায়ীদের “উত্তরা সমিল মালিক সমিতি” নামে একটি সংগঠন রয়েছে। এই সমিতির মাধ্যমে ভ্যাট ফাঁকি দিচ্ছে তারা।
এই ভ্যাট ফাঁকির নাটের গুরু হিসাবে অভিযোগ উঠেছে বাংলাদেশ টিম্বারের মালিক আইয়ুব আলী,মঈন টিম্বারের মালিক আনোয়ার হোসেন , চট্টগ্রাম টিম্বারের মালিক রবিনসহ কয়েকজনের নামে।
দৈনিক টার্গেট 























