সরকারের পূর্বানুমতি ছাড়াই ভোজ্যতেলের দাম বাড়ানোর ঘটনাকে সম্পূর্ণ অযৌক্তিক ও আইনসম্মত নয় বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বুধবার (৩ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ব্যবসায়ীদের যৌথ সিদ্ধান্তে এই মূল্যবৃদ্ধি হয়েছে, অথচ সরকারকে কিছু জানানো হয়নি।
Thank you for reading this post, don't forget to subscribe!উপদেষ্টার ভাষ্য অনুযায়ী, দাম বাড়ানোর খবর তারা মাত্র আধঘণ্টা আগে জানতে পারেন। তিনি বলেন, “একযোগে সিদ্ধান্ত নিয়ে বাজারে তেলের দাম বাড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
কী ব্যবস্থা নেবে সরকার?
প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা জানান, ব্যবসায়ীদের সিদ্ধান্তের বিরুদ্ধে তারা আলোচনার মাধ্যমে পরবর্তী করণীয় নির্ধারণ করবেন। তার দাবি, এই দাম বাড়ানোর পেছনে কোনো আইনি সমর্থন নেই।
তিনি আরও জানান, ঠিক আগের দিনই সরকারি সংস্থা টিসিবির জন্য ৫০ লাখ লিটার সয়াবিন তেল এবং এক কোটি লিটার রাইস ব্রান তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। বাজারে যে দামে এখন তেল বিক্রি হচ্ছে, টিসিবি সেই দামের চেয়ে লিটারে প্রায় ২০ টাকা কম দামে তেল কিনেছে বলেও তিনি উল্লেখ করেন। তার প্রশ্ন—“আমরা যখন কম দামে কিনলাম, তাহলে বাজারে হঠাৎ ২০ টাকা বেশি কেন?”
নিয়ন্ত্রণ আছে কি না-সেই প্রশ্নে সাফ জবাব
ব্যবসায়ীদের ওপর সরকারের নিয়ন্ত্রণ আছে কি না জানতে চাইলে তিনি বলেন, “নিয়ন্ত্রণ আছে কি নেই-সেটা খুব শিগগিরই আমাদের পদক্ষেপ দেখলেই বুঝতে পারবেন।”
একই সঙ্গে তিনি জানান, আইন ভঙ্গ করা হলে “আইন অনুযায়ী সব ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।”
ব্যবসায়ীরা কি সরকারের চেয়ে ক্ষমতাধর?
এক প্রশ্নে ব্যবসায়ীরা সরকারের চেয়ে বেশি শক্তিশালী হয়ে গেছে কি না-এমন উত্তেজক প্রশ্নের জবাবে তিনি বলেন, এমন ধারণা নির্ভর প্রশ্নের উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই।
সরবরাহ ও রমজান বাস্তবতা
রমজান সামনে রেখে বাজার ব্যবস্থাপনা সম্পর্কে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আমদানি পর্যায়ে ঋণপত্রের পরিমাণ গতবারের তুলনায় বেশি হওয়ায় সরবরাহে কোনো সমস্যা হবে না। পাশাপাশি তিনি জানান, বাজারে ইতোমধ্যেই চিনি, ডাল, ডিমসহ বেশ কিছু নিত্যপণ্যের দাম কমতে শুরু করেছে।
ব্যবসায়ীদের বক্তব্য খণ্ডন
ভোজ্যতেল ব্যবসায়ীদের সংগঠন দাবি করেছে-দাম বাড়াতে সরকারের বা ট্যারিফ কমিশনের অনুমতি প্রয়োজন নেই। এ বিষয়ে বাণিজ্য সচিব বলেন, “এটা তাদের বক্তব্য, সরকার এটিকে স্বীকৃতি দেয় না।”
শেখ বশিরউদ্দীন জানান, যদি তেলের দাম বাড়ানোর যুক্তিসংগত কারণ ব্যবসায়ীরা দেখাতে পারেন, তাহলে সরকার আলোচনায় বসতে প্রস্তুত। তবে অযৌক্তিকভাবে মূল্যবৃদ্ধি কোনোভাবেই গ্রহণ করা হবে না।
দৈনিক টার্গেট 














