Site icon দৈনিক টার্গেট

এস আলম চক্রের বিরুদ্ধে মানববন্ধন

ইসলামী ব্যাংক কর্মকর্তা

রাজধানীর আর্থিক কেন্দ্র দিলকুশা, মতিঝিলে আজ সকাল থেকে চলছে ব্যাংক খাতের দুর্নীতি বিরোধী মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি।

Thank you for reading this post, don't forget to subscribe!

শনিবার (৬ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে ব্যাংকিং সেক্টরে চলমান অনিয়ম, অবৈধ নিয়োগ ও দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছেন।

বক্তারা অভিযোগ করেন, দেশের ব্যাংক খাত ধসের মূল নেপথ্যে রয়েছে পতিত স্বৈরাচারের ঘনিষ্ঠ সহচর ও বিতর্কিত ব্যবসায়ী এস আলম এবং তার প্রভাববলয়। তাদের দাবী, এস আলম চক্র অবৈধভাবে ব্যাংক খাতে নিজেদের অনুগত অসৎ, অদক্ষ ও লুটে জড়িত কর্মকর্তাদের নিয়োগ দিয়েছে, যার ফলেই ব্যাংকিং ব্যবস্থা আজ সংকটে পড়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, “দেশের ব্যাংকগুলো আজ দেউলিয়া হওয়ার পথে। জনগণের টাকা লুট করে কিছু প্রভাবশালী গোষ্ঠী ফুলে-ফেঁপে উঠছে। আমরা এই ব্যাংক মাফিয়া চক্রের দোসরদের বরখাস্ত ও বিচারের আওতায় আনার দাবি জানাই।”

প্রতিবাদকারীরা “ব্যাংক লুট বন্ধ করো, অবৈধ নিয়োগ বাতিল করো, দুর্নীতিবাজদের বিচার চাই” এমন স্লোগান দিতে থাকেন।

সমাবেশে উপস্থিত ছিলেন ব্যাংক কর্মচারী, অর্থনীতি বিষয়ক শিক্ষক, শিক্ষার্থী এবং সাধারণ নাগরিকরা।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত এস আলম চক্রের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে এই আন্দোলন দেশজুড়ে ছড়িয়ে পড়বে।

তারা বাংলাদেশ ব্যাংক ও আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলোর প্রতি অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

WhatsApp

আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন

ফলো করুন
Exit mobile version