Site icon দৈনিক টার্গেট

খুলনার কয়রায় সাংবাদিক হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

খুলনার কয়রায় দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় কয়রা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি সম্পন্ন হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সহকারী মহাসচিব এবং দৈনিক আমার দেশ পত্রিকার খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন ও স্টাফ রিপোর্টার কামরুল ইসলাম মনিরের উপর হামলার ঘটনা সমালোচনার মূল বিষয় ছিল। সমাবেশে বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা জানান, সাংবাদিকদের উপর এই ধরনের হামলা গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতার জন্য সরাসরি হুমকি। তারা আরও উল্লেখ করেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি দোষীরা গ্রেফতার না হয়, তবে বৃহত্তর আন্দোলনের পথ অব্যাহত রাখা হবে। সাংবাদিকরা সততা ও নিরপেক্ষতার সঙ্গে সংবাদ পরিবেশনের পথে কোনো বাধা মেনে নেবেন না।

সমাবেশে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, প্রবীণ নেতা আকবার হোসেন, কয়রা প্রেসক্লাবের সভাপতি শেখ হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক কামাল হোসেন, সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, যুগ্ম সম্পাদক নিতিশ সানা, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, এবং অন্যান্য প্রেসক্লাব সদস্যরা।

উক্ত কর্মসূচি কেবল হামলার নিন্দা জানানোর মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এটি সাংবাদিকদের নিরাপত্তা ও গণতান্ত্রিক অধিকার রক্ষার আহ্বান হিসেবেও অনুষ্ঠিত হয়।

WhatsApp

আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন

ফলো করুন
Exit mobile version