মধ্য আজিমপুর নবীন ডেইরি ফার্ম সংলগ্ন আব্দুল কাইয়ুম’র বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ ওঠেছে।
Thank you for reading this post, don't forget to subscribe!পুরাকৈর মৌজার অন্তর্ভুক্ত আব্দুল কাইয়ুম বহুতল ভবন নির্মাণ করছেন যার হোল্ডিং নম্বর ৫৩ ।কোন রুপ প্লান ছাড়াই তৈরী হচ্ছে বহুতল ভবন। ভবন তৈরীর ক্ষেত্রে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের নিকট থেকে নকশার অনুমোদন নেয়ার কথা থাকলেও নকশা ছাড়াই উইনিয়ন পরিষদের দোহাই দিয়ে চলছে এই ভবন নির্মাণ। ছয়ফিট গলির ভেতর কোনরুপ জায়গা না রেখে সড়ক ঘেসে তৈরী করছেন এই ভবন।
এবিষয়ে ভবন মালিকের ছেলে নাহিদ আহমেদ বলেন, উইনিয়ন পরিষদ থেকে অনেুমোদন নিয়েছি। রাজউক থেকে নেয়া হয়নি। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ(রাজউক)র পরিদর্শক শরফুদ্দিন বলেন তথ্য দিলে ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক টার্গেট 





















