Site icon দৈনিক টার্গেট

নবীনগরে পুকুরে ডুবে ভাইবোনের মর্মান্তিক মৃত্যু

Oplus_131072

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ঘটে গেছে হৃদয়বিদারক এক ঘটনা। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে পানিতে ডুবে প্রাণ হারিয়েছে দুই ভাইবোন। ঘটনাটি ঘটেছে রবিবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার উত্তর কাইতলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের পশ্চিমপাড়ায়।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিহত শিশুরা হল ওই এলাকার মোঃ সাদ্দামের সন্তান শিফা (৮) ও শরীফ (৭)।

স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলছিল ছোট্ট শরীফ। হঠাৎ অসতর্কতাবশত সে পা পিছলে পুকুরের পানিতে পড়ে যায়। বিষয়টি বুঝতে পেরে বড় বোন শিফা ছুটে গিয়ে ছোট ভাইকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু গভীর পানিতে নেমে আর উঠে আসেনি কেউই।

পরে কিছু সময় পর স্থানীয়রা পুকুরে ভাসমান অবস্থায় দুই শিশুকে দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে নোয়াগাঁও বাজারের একটি ফার্মেসিতে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, দুই ভাইবোনের কেউই আর বেঁচে নেই।

এমন অকাল মৃত্যুর ঘটনায় নোয়াগাঁও গ্রামের প্রতিটি ঘরে শোকের আবহ নেমে এসেছে। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা, প্রতিবেশীরাও স্তব্ধ হয়ে গেছেন দুই শিশুর এমন নির্মম পরিণতিতে।

নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম বলেন, “ঘটনার বিষয়টি আমরা জেনেছি। পরিবার যদি কোনো অভিযোগ দেয়, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

দুই নিষ্পাপ প্রাণের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গ্রামজুড়ে এখন একটাই প্রশ্ন ভালোবাসার টানে প্রাণ দিয়ে ফেলা সেই বোনের ত্যাগ কি কখনো ভোলা যাবে?

WhatsApp

আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন

ফলো করুন
Exit mobile version