মাদারীপুরে ডাসার উপজেলায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) বিকেলে উপজেলার কাজীবাকাই ইউনিয়নের দক্ষিণ মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
Thank you for reading this post, don't forget to subscribe!মারা যাওয়া শিশু আফিয়া (৭) একই এলাকার এলাকার গোলাম আজমের মেয়ে ও গোলাম ফারুকের মেয়ে মাসপিয়া (৮)। তারা সম্পর্কে দুজন চাচাতো বোন।
স্থানীয়রা জানান, দক্ষিণ মাইজপাড়া এলাকার পূর্ব মাইজপাড়া আনোয়ার নুরানী মাদ্রাসায় প্রথম শ্রেণীতে পড়ুয়া আফিয়া ও একই মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণির ছাত্রী মাসপিয়া বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। পরে নিখোঁজ হয় দুজন। বাড়িতে ফিরে না আসলে সন্দেহ হয় পরিাবরের লোকজনের। পরে অনেক খোঁজাখুঁজির পর বিকেলে পুকুরের ভেতর ভাসমান অবস্থায় চাচাতো দুই বোনকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুম্মিতা রায় জানান, হাসপাতালে আনার আগেই ২ শিশুর মুত্যু হয়েছে।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একসঙ্গে দুই শিশুর মৃত্যু খুবই দুঃখজনক।
দৈনিক টার্গেট 




















