রাজধানীর মতিঝিল থানা এলাকা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম-পরিচয় জানা যায়নি। অজ্ঞাতনামা পুরুষটির বয়স আনুমানিক ৫৫ বছর। তার পরনে ছিল সাদা পায়জামা। গতকাল বৃহস্পতিবার (২৩ মে) সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!এ বিষয়ে ডিএমপির মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) অনিল চন্দ্র রায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে সন্ধ্যা ৬টার দিকে মতিঝিলের পুলিশ মুক্তিযোদ্ধা জাদুঘরের বিপরীত পাশে ফুটপাত থেকে তাকে উদ্ধার করা হয়। পরে অচেতন অবস্থায় রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসআই অনিল চন্দ্র রায় আরও বলেন, মৃত ব্যক্তি ভবঘুরে প্রকৃতির। অসুস্থ ও বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। মরদেহটি হাসপাতাল মর্গের রাখা হয়েছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান এসআই।
দৈনিক টার্গেট 




















